এশা রেব্বা তেলুগু চলচ্চিত্র অভিনেত্রী। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হলো অন্থাকা মুন্ডু আ তারবাথা (২০১৩), ব্যান্ডিপটু (২০১৫), ওয়ে (২০১৬), আমি তুমি, দারশাকুডু (২০১৭), এবং আউই (২০১৮)।
এশা রেব্বা | |
---|---|
![]() মিরচি সঙ্গীত পুরস্কার অনুষ্ঠানে এশা | |
জন্ম | [১] ওয়ারাঙ্গেল, তেলেঙ্গানা | ১৯ এপ্রিল ১৯৯০
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা | এমবিএ |
পেশা | মডেল এবং অভিনেত্রী |
কর্মজীবন | ২০১৩–বর্তমান |
আদি নিবাস | ওয়ারাঙ্গেল, তেলেঙ্গানা, ভারত |
প্রাথমিক জীবন
এশা ১৯ এপ্রিল ১৯৯০ সালে হায়দ্রাবাদ, তেলেঙ্গানায় জন্মগ্রহণ করেন এবং বেড়ে উঠেন।[১] তিনি এমবিএ সম্পূর্ণ করেন এবং পরে মোহন কৃষ্ণা ইন্দ্রগান্তির মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন।
কর্মজীবন
এশা রেব্বার প্রথম চলচ্চিত্র হলো আন্থাকা মুন্ডু আ তারভাথা। চলচ্চিত্রটি বক্স অফিসে সফলতা অর্জন করেন এবং সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফ্লিম ফেস্টিবালে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন অর্জন করেন।[২] এরপর তিনি বান্ডিপটু (২০১৫), ওয়ে (২০১৬), আমি থুমি (২০১৭), মায়া মাল (২০১৭), ধারসাকুডু (২০১৭), আউই (২০১৮), ব্র্যান্ড বাবু (২০১৮), অরবিন্দা সমেত বীর রাঘব (২০১৮) এবং সুব্রামানিপুরাম (২০১৮) এ অভিনয় করেন।
তিনি ২০১৭ সালে সেরা অভিনেত্রী বিভাগে সিনেগোর্স পুরস্কার অর্জন করেন। এছাড়া ২০১৮ সালে সেরা অভিনেত্রী বিভাগে তেলুগু অপ্সরা পুরস্কার অর্জন করেন।[৩]
চলচ্চিত্র তালিকা
![]() |
চিহ্নিত চলচ্চিত্রগুলি এখনো মুক্তি পায়নি |
বছর | শিরোনাম | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০১৩ | আন্থাকা মুন্ডু আ তারভাথা | অন্যন্না | তেলুগু চলচ্চিত্রে আত্মপ্রকাশ |
২০১৫ | বান্ডিপটু | জাহ্নবী | তেলুগু |
২০১৬ | ওয়ে | সোয়েথা | তামিল চলচ্চিত্রে আত্মপ্রকাশ |
২০১৭ | আমি তুমি | দীপিকা | |
মায়া মাল | মৈত্রী | ||
ধারসাকুডু | নম্রতা | ||
২০১৮ | অ! | রাধা | |
ব্র্যান্ড বাবু | |||
অরবিন্দা সমেত বীর রাঘব | সুনন্দা | ||
সুব্রাহ্মনিয়াপুরাম | প্রিয়া | ||
সভ্যসাচি | অতিথি চরিত্র | ||
২০১৯ | রাঘালো ২৪ গান্টালো | বিদ্যা | |
২০২১ | পিত্তা কাথালু ![]() |
প্রিয়াঙ্কা পিংকি | নেটফ্লিক্স চয়ন[৪][৫] |
মোস্ট এলিজিবল ব্যাচেলর![]() |
ঘোষিত হবে | ||
ওট্টু![]() |
ঘোষিত হবে | মালয়ালম চলচ্চিত্রে আত্মপ্রকাশ[৬] | |
৩ রোজেস | রিতিকা | ওয়েব ধারাবাহিক | |
২০২২ | আয়ারাম জেনমঙ্গল ![]() |
ঘোষিত হবে | তামিল চলচ্চিত্র; কাজ চলছে[৭][৮] |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.