এল শাদ্দাই (হিব্রু ভাষায়: אֵל שַׁדַּי) বা শাদ্দাই হলো ইহুদিধর্মে ঈশ্বরের একটি নাম। এটিকে প্রচলিতভাবে ঈশ্বর সর্বশক্তিমান হিসেবে অনুবাদ করা হয়েছে।
উগারিতীয় ও কানানী ভাষায় এল অর্থ ঈশ্বর। শাদ্দাই এর আক্ষরিক অর্থ অবশ্য বিতর্কের বিষয়।[১] কিছু পণ্ডিতের মতে, এটি আক্কাদীয় শাদু (পর্বত),[২] অথবা হিব্রু ক্রিয়া শাদ্দাদ (שדד) থেকে এসেছে যার অর্থ ধ্বংসকারী।[৩] শাদ্দাই শাদ (שד) থেকেও এসেছে যার অর্থ স্তন্যপায়ী; শাদ্দাই হলো সাধারণ বাইবেলীয় হিব্রু শব্দ (שדי)। বহুবচন শাদ্দাযিম (হিব্রু ভাষায়: שדיים) হলো দ্বৈত ব্যাকরণগত সংখ্যায় মানব স্তনের জন্য আধুনিক হিব্রু শব্দ।[৪] দেইর আল্লা শিলালিপিতে ইলোহিমের পরিবর্তে শাদায়িন ও ইলোহিন রয়েছে। পণ্ডিতরা[৫] এটিকে "ছায়া-দেবতা" হিসাবে অনুবাদ করেন, যার অর্থ অনির্দিষ্ট উর্বরতা, পর্বত বা মরুভূমির দেবতা।
এল শাদ্দাই শব্দগুচ্ছের রূপটি প্রাচীন নিকট প্রাচ্যের ঐশ্বরিক নামের নমুনার সাথে খাপ খায়, ঠিক যেমনটি এল ওলাম, এল এলিয়ন ও এল ব্যেত-এল এর মতো নামের ক্ষেত্রে।[৬] যেমন, এল শাদ্দাই দুটি শব্দের মধ্যে বিভিন্ন শব্দার্থিক সম্পর্ক প্রকাশ করতে পারে, তাদের মধ্যে:[৭] শাদ্দাই নামক স্থানের দেবতা, শাদ্দাইয়ের গুণের অধিকারী দেবতা এবং দেবতা যিনি শাদ্দাই নামেও পরিচিত।[৬] অন্যান্য দেবতা বিভিন্ন সংস্কৃতিতে প্রমাণিত, এবং একটি হলো অ্যামোনীয় শদ- ইয়রহ্।[৮]
তথ্যসূত্র
উৎস
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.