এল্লাস ভেরোনা ফুটবল ক্লাব

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

এল্লাস ভেরোনা ফুটবল ক্লাব

এল্লাস ভেরোনা ফুটবল ক্লাব (সাধারণত এল্লাস ভেরোনা এফসি, এল্লাস ভেরোনা অথবা শুধুমাত্র ভেরোনা নামে পরিচিত) হচ্ছে ভেরোনা ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এল্লাস ভেরোনা এফসি তাদের সকল হোম ম্যাচ ভেরোনার স্তাদিও মার্ক'আন্তোনিও বেন্তেগোদিতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৯,৩৭১। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইভান জুরিচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মৌরিৎসিয়ো সেত্তি। পর্তুগিজ মধ্যমাঠের খেলোয়াড় মিগেল ভেলোসো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

দ্রুত তথ্য পূর্ণ নাম, ডাকনাম ...
এল্লাস ভেরোনা
Thumb
পূর্ণ নামএল্লাস ভেরোনা ফুটবল ক্লাব এস.পি.এ.
ডাকনামই জাল্লোব্লু (হলুদ এবং নীল)
ই মাস্তিনি (একজাতের কুকুর)
গ্লি স্কালিজেরি (স্কালিজার)
প্রতিষ্ঠিত
তালিকা
  • ১৯০৩; ১২২ বছর আগে (1903)
    আসোচাজিনালে কালচো এল্লাস হিসেবে
    ১৯১৯; ১০৬ বছর আগে (1919)
    ফুটবল ক্লাব এল্লাস ভেরোনা হিসেবে
    ১৯২৯; ৯৬ বছর আগে (1929)
    আসোচাজিনালে কালচো ভেরোনা হিসেবে
    ১৯৫৮; ৬৭ বছর আগে (1958)
    আসোচাজিনালে কালচো এল্লাস ভেরোনা হিসেবে
    ১৯৯১; ৩৪ বছর আগে (1991)
    ভেরোনা ফুটবল ক্লাব হিসেবে
    ১৯৯৫; ৩০ বছর আগে (1995)
    এল্লাস ভেরোনা ফুটবল ক্লাব হিসেবে
মাঠস্তাদিও মার্ক'আন্তোনিও বেন্তেগোদি
ধারণক্ষমতা৩৯,৩৭১[]
সভাপতি মৌরিৎসিয়ো সেত্তি
ম্যানেজার ইভান জুরিচ
লিগসেরিয়ে আ
২০১৯–২০৯ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম
বন্ধ

ঘরোয়া ফুটবলে, এল্লাস ভেরোনা এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি সেরিয়ে আ শিরোপা এবং ৩টি সেরিয়ে বি শিরোপা রয়েছে।

অর্জন

সেরিয়ে আ

  • চ্যাম্পিয়ন (১): ১৯৮৪–৮৫[]

সেরিয়ে বি

  • চ্যাম্পিয়ন (৩): ১৯৫৬–৫৭, ১৯৮১–৮২, ১৯৯৮–৯৯[]

কোপ্পা ইতালিয়া

  • রানার-আপ (৩): ১৯৭৫–৭৬, ১৯৮২–৮৩, ১৯৮৩–৮৪[]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.