এল্লাস ভেরোনা ফুটবল ক্লাব
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
এল্লাস ভেরোনা ফুটবল ক্লাব (সাধারণত এল্লাস ভেরোনা এফসি, এল্লাস ভেরোনা অথবা শুধুমাত্র ভেরোনা নামে পরিচিত) হচ্ছে ভেরোনা ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এল্লাস ভেরোনা এফসি তাদের সকল হোম ম্যাচ ভেরোনার স্তাদিও মার্ক'আন্তোনিও বেন্তেগোদিতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৯,৩৭১। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইভান জুরিচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মৌরিৎসিয়ো সেত্তি। পর্তুগিজ মধ্যমাঠের খেলোয়াড় মিগেল ভেলোসো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
![]() | ||||
পূর্ণ নাম | এল্লাস ভেরোনা ফুটবল ক্লাব এস.পি.এ. | |||
---|---|---|---|---|
ডাকনাম | ই জাল্লোব্লু (হলুদ এবং নীল) ই মাস্তিনি (একজাতের কুকুর) গ্লি স্কালিজেরি (স্কালিজার) | |||
প্রতিষ্ঠিত | তালিকা
| |||
মাঠ | স্তাদিও মার্ক'আন্তোনিও বেন্তেগোদি | |||
ধারণক্ষমতা | ৩৯,৩৭১[১] | |||
সভাপতি | মৌরিৎসিয়ো সেত্তি | |||
ম্যানেজার | ইভান জুরিচ | |||
লিগ | সেরিয়ে আ | |||
২০১৯–২০ | ৯ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ঘরোয়া ফুটবলে, এল্লাস ভেরোনা এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি সেরিয়ে আ শিরোপা এবং ৩টি সেরিয়ে বি শিরোপা রয়েছে।
অর্জন
- চ্যাম্পিয়ন (১): ১৯৮৪–৮৫[২]
সেরিয়ে বি
- চ্যাম্পিয়ন (৩): ১৯৫৬–৫৭, ১৯৮১–৮২, ১৯৯৮–৯৯[৩]
কোপ্পা ইতালিয়া
- রানার-আপ (৩): ১৯৭৫–৭৬, ১৯৮২–৮৩, ১৯৮৩–৮৪[৪]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.