এলচে ক্লুব দে ফুতবল এসএডি (ভালেনসীয়: Elx Club de Futbol, S.A.D., ইংরেজি: Elche CF; এছাড়াও এলচে ফুটবল ক্লাব অথবা শুধুমাত্র এলচে নামে পরিচিত) হচ্ছে বালেনসীয় সম্প্রদায় ভিত্তিক একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্পেনের শীর্ষ স্তরের ফুটবল লীগ লা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এলচে ফুটবল ক্লাব তাদের সকল হোম ম্যাচ মাদ্রিদের এস্তাদিও মানুয়েল মার্তিনেস বালেরোয় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৩,৩৭২।[3] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন হোর্হে আলমিরোন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ক্রিস্টিয়ান ব্রাগার্নিক। স্পেনীয় আক্রমণভাগের খেলোয়াড় নিনো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

দ্রুত তথ্য পূর্ণ নাম, ডাকনাম ...
এলচে
Thumb
পূর্ণ নামএলচে ক্লুব দে ফুতবল এসএডি
ডাকনামলস ফ্রানিবের্দেস / এলস ফ্রানিবের্দস (সবুজ ডোরযুক্ত)
লস লিসিতানোস / এলস লিসিতান্স (এলচের ব্যক্তি)
প্রতিষ্ঠিত১৯২৩ (1923)[1]
মাঠএস্তাদিও মানুয়েল মার্তিনেস বালেরো
ধারণক্ষমতা৩৩.৩৭২[2]
মালিকক্রিস্টিয়ান ব্রাগার্নিক
সভাপতিহোয়াকিন বুইত্রাগো মারউয়েন্দা
প্রধান কোচহোর্হে আলমিরোন
লিগলা লিগা
২০১৯–২০৬ষ্ঠ (প্লে-অফের মাধ্যমে উত্তীর্ণ)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম
বন্ধ

ঘরোয়া ফুটবলে, এলচে ফুটবল ক্লাব এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার উভয়েই হচ্ছে সেহুন্দা দিভিসিওন শিরোপা।

ডাকনাম

এলচের ডাকনামগুলো হলো লস ফ্রানিবের্দেস অথবা এলস ফ্রানিবের্দস (যার অর্থ সবুজ ডোরযুক্ত) এবং লস লিসিতানোস অথবা এলস লিসিতান্স (যার অর্থ এলচের ব্যক্তি)।

ইতিহাস

দল গঠন ও প্রারম্ভিক বছর

এলচে ১৯২৩ সালের গ্রীষ্মকালে গঠিত হয়েছিল। এলচের প্রথম ম্যাচ ছিল মনোভারের বিরুদ্ধে, উক্ত ম্যাচে তারা বিপক্ষ দলের মাঠে ০–৪ গোলে জয়লাভ করে।[4] তাদের প্রথম আনুষ্ঠানিক ম্যাচটি ছিল ক্রেবিলেন্তে দেপোর্তিভোর বিরুদ্ধে, উক্ত ম্যাচে তারা ২–০ গোলে জয়লাভ করে। এলচে ১৯২৯–৩০ সালে তেরসেরা দিবিসিওনে খেলার সুযোগ পায় এবং ১৯৩৪ সালে তারা সেহুন্দ দিবিসিওনে উন্নীত হয়।[5]

স্টেডিয়াম

এলচে তাদের সকল হোম ম্যাচ ভালেনসিয়ার এস্তাদিও মানুয়েল মার্তিনেস বালেরোয় খেলে থাকে, যেখানে একসাথে ৩৩,৭৩২ জন খেলা উপভোগ করতে পারে।[6]

অর্জন

তথ্যসূত্র

বহি:সংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.