এয়ার ওড়িশা

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

এয়ার ওড়িশা

এয়ার ওড়িশা ভুবনেশ্বর শহরকে ভিত্তি[] করে ভারতীয় বিমান সংস্থা হিসাবে বিমান পরিচালনা শুরু করে, বিমান সংস্থা ১৩ ফেব্রুয়ারি ২০১২ সালে নির্ধারিত পরিসেবা চালাতে লাইসেন্স পায়।[] ভুবনেশ্বরের বিজু পাটনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান সংস্থাটির সদর দপ্তর রয়েছে। মার্চ ২০১৭ সালে নির্ধারিত বিমান পরিচালানোর অনুমতি পেয়েছে এবং এইভাবে এটি একটি আঞ্চলিক বিমান সংস্থা হয়ে উঠেছে।

দ্রুত তথ্য আইএটিএ, আইসিএও ...
এয়ার ওড়িশা
Thumb
আইএটিএ আইসিএও কলসাইন
6X [] - -
কার্যক্রম শুরু২ নভেম্বর ২০১২
হাবসর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর (আহমেদাবাদ )
বিমানবহরের আকার
প্রধান কোম্পানিএয়ার ওড়িশা এভিয়েশন প্রাইভেট লিমিটেড (এওএপিএল)
প্রধান কার্যালয়ভুবনেশ্বর, ওড়িশা, ভারত
গুরুত্বপূর্ণ ব্যক্তিরাধাকান্ত পানী
(চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক)
ওয়েবসাইটhttp://www.airodisha.com
বন্ধ

ইতিহাস

এয়ার ওড়িশা এভিয়েশন প্রাইভেট লিমিটেড (এওএপিএল) বিমানের চার্টার সার্ভিস প্রদানের জন্য উড়িষ্যার সরকারের কোম্পানি আইনের অধীনে গঠিত হয়।[] এয়ার ওড়িশা হল ওড়িশার একমাত্র চার্টার্ড এয়ারলাইন এবং ভারতের অ নির্ধারিত বিমান সংস্থা।

ফেব্রুয়ারি ২০১৮ সালের মধ্যে ৬০% শেয়ার জিএসইসি সম্রাট এভিয়েশনকে বিক্রি করা হয়েছে।[]

বিমান বহর

সেপ্টেম্বর ২০১৭ সালের হিসাবে, এয়ার ওড়িশার বিমান বহরে নিম্নোক্ত উড়োজাহাজগুলির রয়েছে:[]

আরও তথ্য উড়োজাহাজ, সেবায় নিয়োজিত ...
এয়ার ওড়িশার
উড়োজাহাজ সেবায় নিয়োজিত অর্ডার যাত্রী
নোট
বিচক্র্যাফট ১৯৯০ডি ১৯
সেসনা ২০৮ ক্যারাভান
মোট
বন্ধ

গন্তব্যসমূহ

বিমান পরিচালনার জন্য নির্ধারিত গন্তব্যগুলির নিম্নরূপ হয়:

আরও তথ্য দেশ, রাজ্য ...
বন্ধ

পরিষেবাগুলি

  • ভিআইপি চার্টার
  • নির্বাহী ও কর্পোরেট চার্টারএয়ার অ্যাম্বুলেন্স
  • এরিয়াল জয়রায়েড চার্টারচলচ্চিত্র ও শিল্পে
  • নির্বাচনী প্রচারণা
  • ফ্লাওয়ার ড্রপিং
  • এভিয়েশন কনসালটেন্সি

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.