Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
এয়ার ওড়িশা ভুবনেশ্বর শহরকে ভিত্তি[2] করে ভারতীয় বিমান সংস্থা হিসাবে বিমান পরিচালনা শুরু করে, বিমান সংস্থা ১৩ ফেব্রুয়ারি ২০১২ সালে নির্ধারিত পরিসেবা চালাতে লাইসেন্স পায়।[3] ভুবনেশ্বরের বিজু পাটনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান সংস্থাটির সদর দপ্তর রয়েছে। মার্চ ২০১৭ সালে নির্ধারিত বিমান পরিচালানোর অনুমতি পেয়েছে এবং এইভাবে এটি একটি আঞ্চলিক বিমান সংস্থা হয়ে উঠেছে।
| |||||||
কার্যক্রম শুরু | ২ নভেম্বর ২০১২ | ||||||
---|---|---|---|---|---|---|---|
হাব | সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর (আহমেদাবাদ ) | ||||||
বিমানবহরের আকার | ২ | ||||||
প্রধান কোম্পানি | এয়ার ওড়িশা এভিয়েশন প্রাইভেট লিমিটেড (এওএপিএল) | ||||||
প্রধান কার্যালয় | ভুবনেশ্বর, ওড়িশা, ভারত | ||||||
গুরুত্বপূর্ণ ব্যক্তি | রাধাকান্ত পানী (চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক) | ||||||
ওয়েবসাইট | http://www.airodisha.com |
এয়ার ওড়িশা এভিয়েশন প্রাইভেট লিমিটেড (এওএপিএল) বিমানের চার্টার সার্ভিস প্রদানের জন্য উড়িষ্যার সরকারের কোম্পানি আইনের অধীনে গঠিত হয়।[4] এয়ার ওড়িশা হল ওড়িশার একমাত্র চার্টার্ড এয়ারলাইন এবং ভারতের অ নির্ধারিত বিমান সংস্থা।
ফেব্রুয়ারি ২০১৮ সালের মধ্যে ৬০% শেয়ার জিএসইসি সম্রাট এভিয়েশনকে বিক্রি করা হয়েছে।[5]
সেপ্টেম্বর ২০১৭ সালের হিসাবে, এয়ার ওড়িশার বিমান বহরে নিম্নোক্ত উড়োজাহাজগুলির রয়েছে:[6]
উড়োজাহাজ | সেবায় নিয়োজিত | অর্ডার | যাত্রী |
নোট |
---|---|---|---|---|
বিচক্র্যাফট ১৯৯০ডি | ১ | ৬ | ১৯ | |
সেসনা ২০৮ ক্যারাভান | ১ | — | ৯ | |
মোট |
২ | ৬ | — |
বিমান পরিচালনার জন্য নির্ধারিত গন্তব্যগুলির নিম্নরূপ হয়:
দেশ |
রাজ্য |
শহর |
বিমানবন্দর |
নোট |
---|---|---|---|---|
ভারত |
গুজরাত |
আহমেদাবাদ | সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর | হাব |
ভারত |
গুজরাত | দিউ | দিউ বিমানবন্দর | [3] |
ভারত | গুজরাত | জামনগর | জামনগর বিমানবন্দর | |
ভারত | গুজরাত | মুন্দ্রা |
মুন্দ্রা বিমানবন্দর |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.