এম এ মতিন (চাঁদপুরের রাজনীতিবিদ)

বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

এম এ মতিন (চাঁদপুরের রাজনীতিবিদ)

এম এ মতিন (আনু.১৯৩৬-২৬ মে ২০২০) বাংলাদেশের চাঁদপুর জেলার রাজনীতিবিদ। তৎকালীন কুমিল্লা-২৩ ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি ) আসনের সাবেক সংসদ সদস্য[১][২][৩][৪][৫]

দ্রুত তথ্য এম এ মতিন, কুমিল্লা-২৩ আসনের সংসদ সদস্য ...
এম এ মতিন
Thumb
কুমিল্লা-২৩ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৭৯  ১৯৮২
পূর্বসূরীগোলাম মোর্শেদ ফারকী
উত্তরসূরীআবদুর রব
চাঁদপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৯১  জুন ১৯৯৬
পূর্বসূরীআব্দুল ওয়াদুদ খান
উত্তরসূরীরফিকুল ইসলাম
কাজের মেয়াদ
২০০১  ২০০৬
পূর্বসূরীরফিকুল ইসলাম
উত্তরসূরীরফিকুল ইসলাম
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু.১৯৩৬
চাঁদপুর, পূর্ব পাকিস্তান
(বর্তমানে বাংলাদেশ)
মৃত্যু২৬ মে ২০২০
উত্তরা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
সন্তানএক ছেলে চার মেয়ে
বন্ধ

প্রাথমিক জীবন

এম এ মতিন ১৯৩৬ সালে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জুনাব আলী মুন্সী।

রাজনৈতিক ও কর্মজীবন

বিএনপির বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এম এ মতিন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি ) আসন থেকে পঞ্চম, ষষ্ঠঅষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাবেক সংসদ সদস্য১৯৭৯ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি সাবেক কুমিল্লা-২৩ (বর্তমানে চাঁদপুর-৫) আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২][৩][৪][৫][৬][৭]

তিনি হাজীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রথম জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। তিনি হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেছেন।[৮]

মৃত্যু

মতিন ২৬ মে ২০২০ সালে ঢাকার উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.