শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ফুটবল ক্লাব শালকে ০৪
ফুটবল ক্লাব উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ফুসবলক্লাব গেলসেনকির্খেন-শালকে ০৪ ইভি (সাধারণত এফসি শালকে ০৪ (জার্মান: [ɛf tseː ˈʃalkə nʊl fiːɐ̯]), শালকে, শালকে ০৪ অথবা শুধুমাত্র এস০৪ (জার্মান: [ˈɛs nʊl fiːɐ̯]) নামে পরিচিত) হচ্ছে গেলসেনকির্খেন ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব।[৪] এই ক্লাবটি বর্তমানে জার্মানির শীর্ষ স্তরের ফুটবল লীগ বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯০৪ সালের ৪ঠা মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি শালকে ০৪ তাদের সকল হোম ম্যাচ গেলসেনকির্খেনের ভেল্টিন্স-এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৬২,২৭১। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মানুয়েল বাউম। স্পেনীয় মধ্যমাঠের খেলোয়াড় ওমার মাস্কারেয় এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
Remove ads
ঘরোয়া ফুটবলে, এফসি শালকে ০৪ এপর্যন্ত ১৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৭টি জার্মান চ্যাম্পিয়নশিপ, ৫টি ডিএফবি-পোকাল, ১টি ডিএফবি-লিগাপোকাল, ১টি ডিএফএল-সুপারকাপ এবং ২. বুন্দেসলিগা শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক ফুটবলে, এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে, যার মধ্যে ১টি উয়েফা কাপ এবং ২টি উয়েফা ইন্টারটোটো কাপ শিরোপা রয়েছে।
Remove ads
অর্জন
ঘরোয়া
জার্মান চ্যাম্পিয়নশিপ
- চ্যাম্পিয়ন: (৭) ১৯৩৪, ১৯৩৫, ১৯৩৭, ১৯৩৯, ১৯৪০, ১৯৪২, ১৯৫৮
- চ্যাম্পিয়ন: (৫) ১৯৩৭, ১৯৭১–৭২, ২০০০–০১, ২০০১–০২, ২০১০–১১
ডিএফবি-লিগাপোকাল/জার্মান লীগ কাপ
- চ্যাম্পিয়ন: ২০০৫
ডিএফএল-সুপারকাপ/জার্মান সুপার কাপ
- চ্যাম্পিয়ন: ২০১১
২. বুন্দেসলিগা
- চ্যাম্পিয়ন: (২) ১৯৮১–৮২, ১৯৯০–৯১
আন্তর্জাতিক
- চ্যাম্পিয়ন: ১৯৯৬–৯৭
উয়েফা ইন্টারটোটো কাপ
- চ্যাম্পিয়ন: ২০০৩, ২০০৪
Remove ads
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads