Loading AI tools
ভারতীয় অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নন্দমুরি তারক রামা রাও জুনিয়র (জন্ম ২০শে মে ১৯৮৩ সাল), জুনিয়র এনটিআর/তারক হিসেবে পরিচিত,[3][4] হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, কুচিপুড়ি নৃত্যশিল্পী, এবং নেপথ্য গায়ক হিসেবে তেলুগু চলচ্চিত্রে কাজ করে থাকেন। তিনি হলেন প্রয়াত প্রখ্যাত তেলুগু অভিনেতা এবং অন্ধ্রপ্রদেশে-র সাবেক মুখ্যমন্ত্রী এন. টি. রামা রাওয়ের নাতি, যিনি এনটিআর (NTR) নামে বেশি পরিচিত।[5] ১৯৯৬ সালে, তিনি শিশু অভিনেতা রুপে রামায়ণম ছবিতে অভিনয় করেন, যেটি পরে একই বছরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-"সেরা শিশু চলচ্চিত্র"বিভাগে পুরস্কার যেতেন। ২০০০ সালে প্রাপ্ত বয়সে নিন্নু চুডালানি ছবির মাধ্যমে আবির্ভূত হন।
এন. টি. রামা রাও জুনিয়র | |
---|---|
জন্ম | নন্দমুরি তারক রামা রাও জুনিয়র। ২০ মে ১৯৮৩[1] |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | তারক |
মাতৃশিক্ষায়তন | বিদ্যারণ্য হাই স্কুল[2] |
পেশা | অভিনেতা, গায়ক, নৃত্যশিল্পী |
কর্মজীবন | ১৯৯১–১৯৯৭ (শিশু শিল্পী) ২০০১ – বর্তমান |
দাম্পত্য সঙ্গী | লক্ষ্মী প্রণতি (২০১১ সাল) |
সন্তান | নন্দমুরি অভয় রাম |
পিতা-মাতা | নন্দমুরি হরিকৃষ্ণ এবং শালিনী |
আত্মীয় |
|
রামা রাও জুনি. ২০শে মে ১৯৮৩ সালে হায়দ্রাবাদে জন্ম গ্রহণ করেন।
গান | ভাষা | ছবি | বছর |
---|---|---|---|
"গেলেয়া | কর্ণাঠক | চক্রভিউ | ২০১৬ |
"ফলো ফলো" | তেলুগু | নান্নাকো প্রিমেথো | ২০১৫ |
"রকসি রকসি " | তেলুগু | রাভাসা | ২০১৪ |
"ছরি" | তেলুগু | আধুরস্ | ২০১০ |
"১২৩ নিনোকা কান্ত্রি" | তেলুগু | কান্ত্রি | 2008 |
"ও লাম্মি থিক্কারেজিন্দা" | তেলুগু | ইয়ামাদুঙ্গা | 2007 |
তিনি অন্দ্র প্রদেশ ও তেলঙ্গানায় মালাবার গোল্ড, হিমানি নভরত্ন হেয়ার অয়েল এন্ড ট্যালকম পাউডার, বোরো প্লাস এবং ঝান্ডুবাম-এর মুখপাত্র।[12]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.