Loading AI tools
বাংলাদেশের টেলিভিশন চ্যানেল উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
একাত্তর টিভি বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেল। ২০১২ সালের ২১ জুন এটি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করে। এটি দেশের সংবাদ ভিক্তিক চ্যানেল[১] যার স্লোগান হল "সংবাদ নয় সংযোগ"। চ্যানেলটির সদরদপ্তর ৫৭, সোহরাওয়ার্দী অ্যাভিনিউ বারিধারায় অবস্থিত।[২] রিউমর স্ক্যানার ফ্যাক্ট চেকিং সংস্থার রিপোর্ট অনুযায়ী একাত্তর টিভিকে বাংলাদেশে ভুয়া সংবাদ পঞ্চম বৃহত্তম প্রকাশক হিসাবে তালিকাভুক্ত করেছে।[৩]
একাত্তর টিভি | |
---|---|
উদ্বোধন | ২১ জুন ২০১২ |
মালিকানা | মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ |
চিত্রের বিন্যাস | ১০৮০আই এইচডিটিভি (এসডিটিভি সেটের জন্য ১৬:৯ ৫৭৬আই-এ নামিয়ে আনা হয়েছে) |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
প্রধান কার্যালয় | ৫৭, সোহরাওয়ার্দ্দী এভিনিউ বারিধারা, ঢাকা- ১২১২ |
ওয়েবসাইট | www |
২০০৯ এর রাজনৈতিক ক্ষমতা বদলের পরে মোজাম্মেল হোসেন নিজের ও আত্মীয়স্বজনের মালিকানাধীন অংশের অর্ধেক বিক্রি করে দেন মেঘনা গ্রুপের মোস্তফা কামাল ও তার এক ছেলে, দুই মেয়ের নামে।[৪] দুই মেয়ে তানভীর ফুড লিমিটেড ও ইউনাইটেড সল্ট ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিত্ব করছিল।
২০১৫ সালে ‘একাত্তর জার্নাল’ নামক অনুষ্ঠানে সে সময়ে বিচারাধীন এক মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে অন্য এক বিচারপতির কথোপকথন সংক্রান্ত খবর প্রচারিত হয় ও আলোচনা হয়। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অনুষ্ঠানের সিডি আদালতে জমা দেয়ার নির্দেশ দেয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম একাত্তর টিভি প্রধান বিচারপতির কথোপকথনের অডিও প্রচার করে আদালত অবমাননা করেছে বলে মন্তব্য করেন।[৫][৬] ২০২০ সালে হলুদ সাংবাদিকতার অভিযোগ এনে একাত্তর টিভিকে বয়কটের ডাক দেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর[৭]। তাছাড়া খ্যাতনামা বাংলাদেশি ইসলামি পণ্ডিত মিজানুর রহমান আজহারী সহ আরো অনেক ইসলামি পন্ডিত একাত্তর টিভির ইসলাম বিদ্বেষী উপস্থাপনার জন্য একাত্তর টিভিকে বয়কট করতে আহ্বান করেছিলেন।[৮] পরবর্তীতে গণহারে একাত্তর টিভির ফেসবুক পাতা অননুসরণ করা শুরু হয়। একটি অনুুুষ্ঠানে একাত্তর টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানা মসজিদকে জমি দখলের প্রথম কাজ বলে উল্লেখ করেন।[৯]
২০২৩ সালে, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার একাত্তর টিভিকে বাংলাদেশের পঞ্চম বৃহত্তম ভুয়া সংবাদ প্রকাশক হিসেবে চিহ্নিত করে।[৩]
২০২৪ সালের ২১ আগস্ট একাত্তর টিভির সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রূপা, যিনি প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক, প্যারিসগামী ফ্লাইটে ওঠার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন।[১০] ৫ আগস্ট ঢাকার উত্তরায় একটি বিক্ষোভ চলাকালে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর ঘটনায় উসকানির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এই গ্রেফতারের ঘটনায় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ উদ্বেগ প্রকাশ করে।[১১]
২০২২ সালে একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক সাজিদ সরকারসহ ভোক্তা অধিকার বিষয়ক প্রতিবেদনকারী বেশ কিছু সাংবাদিক 'ভোক্তা অধিকার সাংবাদিকতা পুরস্কার - ২০২২' পান।[১২]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.