অ্যাকাডেমি বা আকাদেমি (আত্তীয় গ্রীক: Ἀκαδήμεια; কোইনে গ্রীক: Ἀκαδημία) হল মাধ্যমিক বা তৃতীয়ক উচ্চশিক্ষার কোনো প্রতিষ্ঠান। আকাদেমি পরিভাষাটি পরিভাষা যা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, যেগুলির কয়েকটি নিচে দেওয়া হল:
- প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর (প্লাতোন) দ্বারা অ্যাথেন্সের কাছে অবস্থিত একটি ফলবাগানে উন্মুক্ত প্রাঙ্গণে আনুমানিক ৩৮৭ খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত দর্শনশাস্ত্র বিদ্যালয় (দেখুন প্লেটোর অ্যাকাডেমি)। গ্রিক কিংবদন্তীর নায়ক আকাদেমোসের নামে এর নামকরণ করা হয়েছিল। এটিই সম্ভবত প্রাচীনতম "অ্যাকাডেমি"। এখানে অ্যারিস্টটল, এপিকিউরাস ও সিতিউমের জেনো শিক্ষালাভ করেন। ৫২৯ খ্রিস্টাব্দে রোমের সম্রাট ইউস্তিনিয়ান (জাস্টিনিয়ান) এটি বন্ধ করে দেন।
- ইংল্যান্ডের শিক্ষাব্যবস্থার অন্তর্গত কিছু বিশেষ ধরনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, যেগুলির অর্থসংস্থান ও পরিচালনা সরাসরি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত।[1][2][3]
- ইংল্যান্ডে ও মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রস্তুতকারী কিছু বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়কে "অ্যাকাডেমি" নামে ডাকা হয়ে থাকে।[1][3]
- সামরিক, নিরাপত্তা (যেমন পুলিশ), ক্রীড়া ও অন্যান্য ক্ষেত্রের (যেমন শিল্পকলা) বিশেষ (পেশাদারী বা অপেশাদারী) প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে কখনও কখনও "অ্যাকাডেমি" নামকরণ করা হয়।[1][3][2] (উদাহরণ: বাংলাদেশ মিলিটারি একাডেমি, বাংলাদেশ পুলিশ একাডেমী, বুলবুল ললিতকলা একাডেমি, ইংল্যান্ডের রয়াল অ্যাকাডেমি অভ ড্রামাটিক আর্ট, ইত্যাদি)
- ইউরোপ ও লাতিন আমেরিকার অনেক পেশাদার ক্রীড়া ক্লাব বিশেষত পেশাদার ফুটবল ক্লাবের একটি যুব প্রশিক্ষণ ব্যবস্থা থাকে, যেখানে তরুণ প্রতিভাদের প্রতিভার পৃষ্ঠপোষকতা ও বিকাশসাধন করা হয়, যাতে তারা পরবর্তীতে পরিণত বয়সে ক্লাবের সেরা একাদশে খেলতে পারে। এগুলিকে "যুব অ্যাকাডেমি" (ইংরেজিতে Youth academy ইউথ অ্যাকাডেমি) বলে।[2]
- উচ্চশিক্ষাক্ষেত্রের কোনও বিষয়ের পণ্ডিতদের বা বিশেষজ্ঞদের দ্বারা গঠিত বেসরকারী ও অলাভজনক বিদ্বৎসমাজগুলিকে কখনও কখনও "অ্যাকাডেমি" নামকরণ করা হয়।
- সরকারী অর্থসংস্থান ও পৃষ্ঠপোষকতায় কোনও বিশেষ উচ্চশিক্ষায়তনিক বিষয়ের গবেষণার আদর্শমান প্রতিষ্ঠা, রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ ও অগ্রগতি সাধনের লক্ষ্যে সংগঠিত উচ্চতর জ্ঞানচর্চা কেন্দ্র বা উচ্চশিক্ষায়তন-কে কখনও কখনও "অ্যাকাডেমি" নামকরণ করা হয়।[1][3] (উদাহরণ: ভারতীয় বিজ্ঞান একাডেমী, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাকাডেমি অভ সায়েন্সেস, ইত্যাদি)
- শিল্পকলা ও সংস্কৃতির বিশেষ কোনও ক্ষেত্রের অগ্রগতি সাধনের লক্ষ্যে সংগঠিত প্রতিষ্ঠানকে কখনও কখনও "অ্যাকাডেমি" নামকরণ করা হয়।[3] (উদাহরণ: বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি ইত্যাদি)
- জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ক্ষেত্রকে সমন্বয়কারী ও অর্থসংস্থানমূলক প্রতিষ্ঠান, যাকে সাধারণত জাতীয় বিদ্বান পরিষদ বা জাতীয় অ্যাকাডেমি বলা হয়।
টীকা
১. "অ্যাকাডেমি" পরিভাষাটি বিভিন্ন প্রকাশনা মাধ্যম, প্রচার মাধ্যম ও প্রাতিষ্ঠানিক নামে "অ্যাকাডেমী", "একাডেমী", "একাডেমি", "আকাদেমি", "অকাদেমি", ইত্যাদি প্রতিবর্ণীকরণেও দেখা যেতে পারে। বাংলা উইকিপিডিয়াতে ইংরেজি শব্দের প্রতিবর্ণীকরণের নীতি অনুসারে "অ্যা" এবং হ্রস্ব-ই কার ব্যবহার করা হয়েছে।
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.