এএফসি বোর্নমাথ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অ্যাথলেটিক ফুটবল ক্লাব বোর্নমাথ (/ˈbɔːrnməθ/ ( ), ইংরেজি: AFC Bournemouth; এছাড়াও এএফসি বোর্নমাথ নামে পরিচিত) হচ্ছে বোর্নমাথ ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে খেলে। এই ক্লাবটি প্রথমে ১৮৯০ সালে বস্কোম্ব জন'স ইন্সিটিউট নামে এবং ১৮৯৯ সালে বস্কোম্ব ফুটবল ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এএফসি বোর্নমাথ তাদের সকল হোম ম্যাচ ঐতিহ্যগতভাবে বোর্নমাথের ডিন কোর্টে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১১,৩৬৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আন্দোনি ইরাওলা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন বিল ফোলি। বর্তমানে ব্রাজিলীয় গোলরক্ষক নেতো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
![]() | ||||
পূর্ণ নাম | অ্যাথলেটিক ফুটবল ক্লাব বোর্নমাথ[১] | |||
---|---|---|---|---|
ডাকনাম | দ্য চেরিস, বস্কোম্বস | |||
সংক্ষিপ্ত নাম | এএফসিবি | |||
প্রতিষ্ঠিত | ১৮৯৯ (বস্কোম্বস ফুটবল ক্লাব হিসেবে) | |||
মাঠ | ডিন কোর্ট | |||
ধারণক্ষমতা | ১১,৩৬৪[২] | |||
মালিক | তুর্কোয়া বিদকো লিমিটেড[৩] ব্ল্যাক নাইট ফুটবল অ্যান্ড এন্টারটেইনমেন্ট[৪] | |||
সভাপতি | বিল ফোলি | |||
ম্যানেজার | আন্দোনি ইরাওলা | |||
লিগ | প্রিমিয়ার লিগ | |||
২০২২–২৩ | ১৫তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ঘরোয়া ফুটবলে, এএফসি বোর্নমাথ এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি ইএফএল চ্যাম্পিয়নশিপ শিরোপা অন্যতম।
অর্জন
- ইএফএল চ্যাম্পিয়নশিপ (২য় স্তর)
- চ্যাম্পিয়ন: ২০১৪–১৫
- ফুটবল লিগ তৃতীয় বিভাগ দক্ষিণ/ফুটবল লিগ তৃতীয় বিভাগ/ফুটবল লিগ ওয়ান (৩য় স্তর)
- চ্যাম্পিয়ন: ১৯৮৬–৮৭
- রানার-আপ: ১৯৪৭–৪৮, ২০১২–১৩
- ফুটবল লিগ চতুর্থ বিভাগ/ফুটবল লিগ তৃতীয় বিভাগ/ফুটবল লিগ টু (৪র্থ স্তর)
- রানার-আপ: ১৯৭০–৭১, ২০০৯–১০
- দক্ষিণ ফুটবল লিগ
- রানার-আপ: ১৯২২–২৩
- অ্যাসোসিয়েট মেম্বারস' কাপ/ফুটবল লিগ ট্রফি
- চ্যাম্পিয়ন: ১৯৮৩–৮৪
- রানার-আপ: ১৯৯৭–৯৮
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.