Loading AI tools
পেশাদার কুস্তি শিরোপা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
এইডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হলো একটি পেশাদারি কুস্তি খেতাব বা শিরোপা।[১] এই খেতাবটি আমেরিকান ভিত্তিক পেশাদারি কুস্তি সংস্থা অল এলিট রেসলিং (এইডাব্লিউ) তৈরি করেছে। এটি মে ২৫, ২০১৯ সালে এইডাব্লিউ ডাবল অর নাথিং এ অবমুক্ত করা হয়, তাছাড়া এটিকে এইডাব্লিউ এর সর্বোচ্চ চ্যাম্পিয়নশিপ হিসেবে ঘোষণা করা হয়। ক্রিস জেরিকো চ্যাম্পিয়নশিপটি সর্বোপ্রথম জেতার সম্মান লাভ করেন। বর্তমানে স্টিফন স্ট্রিকল্যান্ড চ্যাম্পিয়নশিপটি বহন করছেন।
এইডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তথ্য | |||||||||||||||||
সংস্থা | অল এলিট রেসলিং | ||||||||||||||||
প্রতিষ্ঠা | মে ২৫, ২০১৯ | ||||||||||||||||
বর্তমান চ্যাম্পিয়ন | স্টিফন স্ট্রিকল্যান্ড | ||||||||||||||||
জয়ের তারিখ | এপ্রিল ২১, ২০২৪ | ||||||||||||||||
|
জানুয়ারি ১, ২০১৯ সালে পেশাদারি কুস্তি সংস্থা অল এলিট রেসলিং (এইডাব্লিউ) প্রতিষ্ঠিত হয় এবং তাদের উদ্ভোধনি অনুষ্ঠানের আয়োজন করেন।[২][৩][৪] মে ২২ তারিখে এইডাব্লিউ তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে চ্যাম্পিয়নশিপটির এক ঝলক প্রকাশ করেন।[৫][৬][৭]
এইডাব্লিউ এর পেপারভিউ ডাবল অর নাথিং এর কিছুদিন পর তাদের টিভি শো অল আউট এ চ্যাম্পিয়নশিপটির উদ্ভোধনি অনুষ্ঠানের আয়োজন করেন।[৮] ম্যাচটিতে এডাম পেজকে হারিয়ে ক্রিস জেরিকো চ্যাম্পিয়নশিপটি জিতে নেন।[৯]
ডিসেম্বর ১৫, ২০২৪, সময় অনুযায়ী এ পর্যন্ত দুইবার চ্যাম্পিয়নশিপ পরিবর্তন হয়েছে। ক্রিস জেরিকো প্রথমবার চ্যাম্পিয়নশিপটি জিতেছিলেন। জন মোক্সলি বর্তমান চ্যাম্পিয়ন। ফেব্রুয়ারি ২৯, ২০২০ সালে এইডাব্লিউ রেভুলিউশন, শিকাগোতে জেরিকোকে হারিয়ে তিনি চ্যাম্পিয়নশিপটি জিতে নেন।
নং | সামগ্রিক রাজত্বের সংখ্যা |
---|---|
রাজত্ব | নির্দিষ্ট চ্যাম্পিয়নের জন্য রাজত্বের নম্বর |
দিন | চ্যাম্পিয়ন থাকার দিন |
+ | বর্তমান রাজত্ব প্রতিদিন পরিবর্তন হচ্ছে |
নং | চ্যাম্পিয়ন | চ্যাম্পিয়নশিপ পরিবর্তন | রাজত্বের পরিসংখ্যান | টীকা | সূত্র | |||
---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | অনুষ্ঠান | অবস্থান | রাজত্ব | দিন | ||||
১ | ক্রিস জেরিকো | আগস্ট ৩১, ২০১৯ | অল আউট (২০১৯) | হফম্যান এস্টেটেস, এলিনিউস | ১ | ১৮২ | এডাম পেজকে হারিয়ে তিনি প্রথমবার চ্যাম্পিয়নশিপটি জিতেন। | [৮][১০] |
২ | জন মোক্সলি | ফেব্রুয়ারি ২৯, ২০২০ | এইডাব্লিউ রেভুলিউশন | শিকাগো, ইল্লোনোইস | ১ | ১,৭৫১+ | [১১] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.