Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উম্মে কুলসুম বিনতে জারওয়াল, মুলায়কা নামেও পরিচিত, ছিলেন উমরের স্ত্রী এবং ইসলামের নবী মুহাম্মাদের সহচর।
তিনি মক্কায় খুজা গোত্রের সদস্য হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা হয় জারওয়াল ইবনে মালিক[১]:২০৪ বা তাঁর পুত্র 'আমর ইবনে জারওয়াল।[২]:৯২
তিনি ৬১৬ খ্রিস্টাব্দের পূর্বে উমর ইবনে আল-খাত্তাবকে বিয়ে করেন,[২]:৯২ এবং তাদের জায়েদ ও উবাইদাল্লাহ নামে দুটি পুত্র সন্তান ছিল। উমর একই সময়ে জয়নব বিনতে মধুনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, যার সঙ্গে তার তিনটি সন্তান রয়েছে,[১]:২০৪ এবং কুরায়বা বিনতে আবি উমাইয়াকে বিয়ে করেছিলেন, যিনি নিঃসন্তান৷ ছিলেন।[৩]:৫১০ উমর ৬১৬ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন।[১]:২০৭ ৬২২ সালে তার পুরো পরিবার মদিনায় হিজরত করেছিল,[৩]:২১৮ যদিও উম্মে কুলসুম এবং কুরাইবা তখনও মুশরিক ছিলেন।[৩]:৫১০[৪]
৬২৮ সালে, হুদাইবিয়ার সন্ধির পর মুহাম্মাদ এক ওহি প্রকাশ করন, যেখানে মুসলমানদের "কাফের নারীদের (সম্পর্কে) আবদ্ধে না রাখার" আদেশ দেওয়া হয়। তদনুসারে উমর উম্মে কুলসুম ও কুরায়বা দুজনকে তালাক দেন, এবং দুজনেই মক্কায় ফিরে আসেন।[১]:২০৪[৩]:৫১০[৪]
উম্মে কুলসুমের পরবর্তী বিবাহগুলোর কোনো উৎস নির্দেশ করে না। ৬৩২ সালের জানুয়ারির আগে তিনি মক্কায় আবু জাহম ইবনে হুদায়ফাকে বিয়ে করেন, যখন তারা দু'জন মুশরিক ছিলেন।[২]:৯২ আবু জাহম ছিলেন উমরের মতো কুরাইশের আদি গোত্রের সদস্য।[৩]:৫১০ তিনি তার সম্প্রদায়ের নারীদের মধ্যে "একজন দুর্দান্ত আঘাতকারী নারী" হিসাবে পরিচিত ছিলেন।[৫][৬]:১৯২[৭][৮]
এর আগে হোক বা এর পরে, উম্মে কুলসুম ছিলেন যুমা গোত্রের সদস্য সাফওয়ান ইবনে উমাইয়ার স্ত্রীদের একজন,[২]:৯২ যিনি মুহাম্মাদের বিরোধী কুরাইশদের নেতা ছিলেন।[৩]:৩১৮–৩১৯, ৩৭০[৯][১০] তিনি মক্কা বিজয়ের পর মুসলিম হন[২]:১৮৫ এবং মক্কাই বসবাস করেন।[১১]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.