উতবাহ ইবনে রাবি'আহ

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

উতবাহ ইবন রাবি'আহ (আরবি: عتبة بن ربيعة) (আ.৫৬৩-৬২৪), যিনি আবুল ওয়ালিদ (আরবি: أبو الوليد নামেও পরিচিত ছিলেন) ছিলেন কুরাইশ বংশের বনু তামিম গোত্রের একজন অন্যতম অংশীবাদী (মুশরিক) নেতা এবং মুসলিমদের প্রতিপক্ষ। তিনি হিন্দ বিনতে উতবাহ,ওয়ালিদ ইবনে উতবাহ এবং আবু হুযাইফা ইবন উতবার পিতা ছিলেন। তিনি তার কন্যাকে কুরাইশের আরেক নেতা আবু সুফিয়ান ইবন হারবের সাথে বিয়ে দিয়েছিলেন।

মৃত্যু

উতবাহ ইবন রাবি'আহ বদরের যুদ্ধে হামযা কর্তৃক সম্মুখ সমরে পরাস্ত ও নিহত হন।[1]

তথ্যসূত্র

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.