উড্ডয়ন ক্ষমতাহীন পাখি
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
যে সব পাখি উড়তে পারে না তাদের উড্ডয়ন ক্ষমতাহীন পাখি বলে। আত্মরক্ষার জন্য এরা প্রধানত সাঁতার ও দৌড়ের উপর নির্ভরশীল। বর্তমানে পৃথিবীতে প্রায় ৪০ প্রজাতির পাখি রয়েছে যারা উড়তে পারে না।[১] বহু উড্ডয়ন ক্ষমতাহীন পাখি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। উড্ডয়ন ক্ষমতাহীন পাখিদের অধিকাংশই দ্বীপবাসী। ধারণা করা হয়, দ্বীপে কোন শিকারী প্রাণী না থাকায় এসব পাখির পূর্বপুরুষদের আত্মরক্ষার জন্য উড়বার প্রয়োজন পড়েনি। সে কারণে ক্রমে ক্রমে তাদের উড়ার ক্ষমতা লোপ পায়। বড় উড্ডয়ন ক্ষমতাহীন পাখি, যেমন- উটপাখি, রিয়া পাখি, এমু, কেসোয়ারি প্রভৃতির পূর্বপুরুষের শক্তিশালী পা, শক্ত নখর এবং দ্রুতগতিতে দৌড়াতে পারার ক্ষমতার জন্য আত্মরক্ষার্থে উড়ার প্রয়োজন হয় নি। পৃথিবীর জীবিত উড্ডয়ন অক্ষম পাখিদের মধ্যে ইনঅ্যাক্সেসিবল দ্বীপের ঝিল্লি (দৈর্ঘ্য ১২.৫ সেমি ও ওজন ৩৪.৭ গ্রাম) ক্ষুদ্রতম এবং উটপাখি (দৈর্ঘ্য ২.৭ মি ও ওজন ১৫৬ কেজি) বৃহত্তম। প্রকৃতপক্ষে উটপাখি পৃথিবীর সবচেয়ে বৃহৎ পাখি। তবে এমন কয়েকটি পাখি পৃথিবীতে একসময় দাপিয়ে বেড়াত যেগুলো আকারে উটপাখির থেকে যথেষ্ট বড় ছিল।

যেসব পাখি উড়তে পারে না, তাদের বুকের কীল বা স্টার্নাম এবং ডানার হাড় উড়তে সক্ষম পাখিদের তুলনায় বেশ খাটো হয়।[২] কোন কোন প্রজাতিতে স্টার্নাম থাকে না। কীল উড়ার জন্য প্রয়োজনীয় পেশীগুলো ধরে রাখে।[১] সেজন্য এসব প্রজাতির কীলের প্রয়োজন হয় না। এছাড়া এসব পাখির পালকের পরিমাণ উড়তে সক্ষম পাখিদের তুলনায় অনেক বেশি থাকে। এসব পাখিদের ত্বকে পালক সমানভাবে বিস্তৃত থাকে। কিন্তু উড়ুক্কু পাখিতে পালক নির্দিষ্ট এলাকায় অঞ্চলভিত্তিক বা পট্টি আকারে বিস্তৃত।
গৃহপালিত পাখিদের মধ্যে উড্ডয়ন অক্ষমতা লক্ষ্য করা যায়। গৃহপালিত মোরগ-মুরগি আর হাঁসের মধ্য উড়বার ক্ষমতা হ্রাস পেয়েছে। তবে এদের পূর্বপুরুষ যথাক্রমে লাল বনমোরগ ও নীলশির হাঁসের মধ্য উড়তে পারার ক্ষমতা পুরোদমে বিদ্যমান।
উড্ডয়নে অক্ষম পাখির উৎপত্তি
সারাংশ
প্রসঙ্গ

উড্ডয়নে অক্ষম পাখিদের উৎপত্তি ও এদের পূর্বপুরুষ কে বা কারা তা নিয়ে জটিলতা রয়েছে এবং এ নিয়ে বিভিন্ন মতবাদ প্রদান করা হয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদটি হল, উড্ডয়নে অক্ষম পাখি উড়ুক্কু পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে[৩] এবং উড্ডয়ন ক্ষমতাহীন স্থলজ জীবনে এরা গৌণভাবে পুনঃঅভিযোজিত হয়েছে। এর ভিত্তি হল, উড্ডয়নে অক্ষম পাখিরা এমন কতগুলো দৈহিক বৈশিষ্ট্য বহন করে, যা উড়ার জন্য বিশেষভাবে অভিযোজিত। সম্ভবত এদের পূর্বপুরুষ এ বৈশিষ্ট্যগুলো বহন করত, কিন্তু উড়তে সক্ষম ছিল না। পাখির পূর্বপুরুষ ভূমিতে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সম্ভবত উড়ার ক্ষমতা অর্জন করেছিল। শত্রুমুক্ত হওয়ার ফলে অথবা ভূমিতেই শত্রুর মোকাবিলা করতে পারার ক্ষমতার কারণে তাদের উড়বার আর কোন প্রয়োজন হয়নি। ভূমিতে যেখানে খাদ্যের প্রাচুর্য ছিল এবং কোন স্থলজ প্রতিযোগী ছিল না, সেখানে পৈতৃক উড্ডয়নে অক্ষম পাখি উড়া বন্ধ করে। এরা সবসময় ভূমিতে অবস্থান করা শুরু করে এবং কেবল খাদ্য সংগ্রহের জন্য সকল শক্তি ব্যয় করে। তাদের শরীরও পারিপার্শ্বিক অবস্থান অনুযায়ী অভিযোজিত হয়। জীবাশ্মবিজ্ঞানী আলফ্রেড রোমার এ মতবাদটি প্রদান করেন। সাম্প্রতিককালের উড্ডয়নে অক্ষম পাখিদের ভৌগোলিক বিস্তার এ মতবাদ দ্বারা সমর্থিত।
কিছু উড্ডয়ন ক্ষমতাহীন পাখির পূর্বপুরুষ প্রাথমিক সিনোজোয়িক মহাযুগে পৃথিবীতে বাস করত। কিছু সংখ্যক বড় ভূমিবাসী নিওগন্যাথাস পাখি ঐ সময়ে নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে পাওয়া যেত। এসব অঞ্চলে বড় সরীসৃপ দ্বারা সদ্য পরিত্যক্ত স্থলভাগ জয় করার জন্য এসব পাখি ও প্রাথমিক স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা শুরু হয়। সাধারণত স্তন্যপায়ী প্রাণীরাই এ অসম প্রতিযোগিতায় জয়লাভ করে। মাত্র কয়েক প্রজাতির ভূমিবাসী পাখি টিকে থাকে এবং এদের থেকেই আধুনিক উড্ডয়ন-অক্ষম পাখিদের উৎপত্তি।
উড্ডয়নে অক্ষম আধুনিক পাখিসমূহের তালিকা
রেটাইটস
আনসারিফর্মিস

- মোয়া-নালো †
- বারমুডা দ্বীপের হাঁস †
- ফুয়েজিয়ান ঝিরিহাঁস
- ফকল্যান্ড ঝিরিহাঁস
- চুবাট ঝিরিহাঁস
- অকল্যান্ড তিলিহাঁস
- ক্যাম্পবেল তিলিহাঁস
- ড্রোমর্নিস †
- জিনিয়র্নিস †
- Chendytes lawi †
- তালপানাস †
- নেমিয়র্নিস †
গ্যালিফর্মিস
- নিউ ক্যালিডোনিয়ার দানব-মেগাপড †
পোডিসিপেডিফর্মিস (ডুবুরি)
- জুনিন ডুবুরি
- টিটিকাকা ডুবুরি
- আটিটলান ডুবুরি † (নথিপত্র অনুযায়ী উড্ডয়ন-অক্ষম)[৪]
প্যালিক্যানিফর্মিস (প্যালিক্যান, পানকৌড়ি ও তার সহজাত)

- উড়ালহীন পানকৌড়ি
স্ফিনিসসিফর্মিস (পেঙ্গুইন)

কোরাসিফর্মিস (মাছরাঙা, ধনেশ ও তার সহজাত)
- বৃহৎ হুদহুদ †
সাইকোনিফর্মিস (বক, কাস্তেচরা, মানিকজোড় ও তার সহজাত)
- আপ্টেরাইবিস †
- জ্যামাইকান কাস্তেচরা †
- রেউনিওঁর পবিত্র কাস্তেচরা †
- Leptoptilos robustus †
গ্রুইফর্মিস (সারস, ঝিল্লি ও তার সহজাত)


- কিউবান উড়ালহীন সারস †
- লাল ঝিল্লি †
- রড্রিগেজ ঝিল্লি †
- উডফোর্ডের ঝিল্লি (সম্ভবত উড্ডয়ন-অক্ষম)
- ডোরা-ডানা ঝিল্লি † (সম্ভবত উড্ডয়ন-অক্ষম)
- ওয়েকা
- নিউ ক্যালিডোনিয়ান ঝিল্লি
- লর্ড হিউর কাঠমুরগি
- কালায়ান ঝিল্লি
- নিউ ব্রিটেন ঝিল্লি
- ওকিনাওয়া ঝিল্লি
- গুয়াম ঝিল্লি
- রোভিয়ানা ঝিল্লি (প্রায় উড্ডয়ন-অক্ষম)[৫]
- তাহিতি ঝিল্লি †
- দিফেনবাখের ঝিল্লি †
- চ্যাথাম ঝিল্লি †
- ওয়াকে দ্বীপের ঝিল্লি †
- নাকডাকা ঝিল্লি
- ইনঅ্যাক্সেসিবল দ্বীপের ঝিল্লি
- Laysan Rail †
- হাওয়াইয়ান ঝিল্লি †
- কস্রি গুরগুরি †
- Ascension Crake †
- লালচোখা গুরগুরি
- অদৃশ্য গুরগুরি
- নিউ গিনির ঝিল্লি
- লর্ড হিউর কালেম † (সম্ভবত উড্ডয়ন-অক্ষম)
- উত্তর দ্বীপের তাকাহে †
- তাকাহে
- সামোয়ান কাঠ-ঝিল্লি
- মাকিরা কাঠ-ঝিল্লি
- ট্রিস্টান পানমুরগি †
- গফ দ্বীপের পানমুরগি
- তাসমানিয়ান পানমুরগি
- বৃহৎ জলকুক্কুট (প্রাপ্তবয়স্ক পাখিরা উড়তে পারে না)
- অ্যাডজেবিল †
চ্যারাড্রিফর্মিস (গাঙচিল, গাঙকৈতর, অক)
- বৃহৎ অক †
- ডুবুরি পাফিন †
ফ্যালকনিফর্মিস (শিকারী পাখি)
- উভচর কারাকারা †
সিটাসিফর্মিস (টিয়া)

- কাকাপো
- গোদাঠুঁটা টিয়া †
কলাম্বিফর্মিস (কবুতর, ঘুঘু)
- ডোডো †
- রড্রিগেজ সলিটেয়ার †
- ভিটি লেভুর গোদাপায়রা †
ক্যাপ্রিমুলজিফর্মিস (রাতচরা)
- নিউ জিল্যান্ডের কুটি-রাতচরা †
স্ট্রিজিফর্মিস (পেঁচা)
- কিউবান গোদাপ্যাঁচা †
- ক্রেটান প্যাঁচা † (সম্ভবত উড্ডয়ন-অক্ষম)
- আন্দ্রোস দ্বীপের লক্ষ্মীপ্যাঁচা †
পাসেরিফর্মিস (বৃক্ষচর পাখি)
- Stephens Island Wren †
- Long-legged Bunting †
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.