Loading AI tools
শিকাগোর আকাশচুম্বী ভবন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইলিস টাওয়ার বা সিয়ার্স টাওয়ার (বর্তমান নাম উইলিস টাওয়ার) মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অবস্থিত একটি আকাশচুম্বি অফিস ভবন। ১৯৭৩ সালে এর নির্মাণ শেষ হয়। তখন থেকে শুরু করে নব্বই এর দশকের শেষভাগ পর্যন্ত এটি ছিল বিশ্বের উচ্চতম ভবন ।
উইলিস টাওয়ার | |
---|---|
প্রাক্তন নাম | সিয়ার্স টাওয়ার (১৯৭৩–২০০৯) |
রেকর্ড উচ্চতা | |
Tallest in বিশ্বে from ১৯৭৩ হতে ১৯৯৮[I] | |
পূর্ববর্তী রেকর্ড | ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (১৯৭০) |
নতুন রেকর্ড | পেট্রোনাস টাওয়ার |
সাধারণ তথ্যাবলী | |
ধরন | অফিস, পর্যবেক্ষণ, যোগাযোগ |
স্থাপত্যশৈলী | আন্তর্জাতিক |
অবস্থান | ২৩৩ এস. ওয়েকার ড্রাইভ শিকাগো, ইলিনয় ৬০৬০৬ মার্কিন যুক্তরাষ্ট্র |
নির্মাণ শুরু | ১৯৭০ |
সম্পূর্ণ | ১৯৭৩ |
Height | |
স্থাপত্য | ৪৪২.১ মি (১,৪৫০ ফু)[1] |
শীর্ষবিন্দু পর্যন্ত | ৫২৭ মি (১,৭২৯ ফু)[1] |
শীর্ষ তলা পর্যন্ত | ৪১২.৭ মি (১,৩৫৪ ফু)[1] |
কারিগরী বিবরণ | |
তলার সংখ্যা | ১০৮[2] (+৩ বুনিয়াদ তল) |
তলার আয়তন | ৪,১৬,০০০ মি২ (৪৪,৭৭,৮০০ ফু২)[1] |
লিফট/এলিভেটর | ১০৪,[1] সাথে ১৬টি ডবল ডেকার এভিলেটর, ওয়েস্টিংহাউস কর্তৃক নির্মিত, শিন্ডলার গ্রুপ কর্তৃক আধুনিকায়ন কৃত |
নকশা ও নির্মাণ | |
স্থপতি |
|
তথ্যসূত্র | |
[1] |
১৯৭০ সালের আগস্ট মাসে উইলিস টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়। ভবনটি এর সর্বোচ্চ উচ্চতায় পৌছায় ১৯৭৩ সালের ৩রা মে তারিখে। নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পর এটি নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে ছাড়িয়ে বিশ্বের উচ্চতম ভবনে পরিণত হয়। ভবনটিতে ১০৮টি তলা রয়েছে (নির্মাতারা অবশ্য ছাদ ও এলিভেটর পেন্টহাউজকে হিসাব করে ১১০ তলা দাবি করেন)। পূর্ব দিকের প্রবেশ পথ হতে ছাদ পর্যন্ত উচ্চতা ১,৪৫০ ফুট ৭ ইঞ্চি (৪৪২ মিটার)। ১৯৮২ সালের ফেব্রুয়ারি মাসে এর ছাদে দুইটি টেলিভিশন এন্টেনা বসানো হয়। এগুলি সহ মোট উচ্চতা দাঁড়ায় ১,৭০৭ ফুট (৫২০ মিটার)। পশ্চিম দিকের এন্টেনাটিকে পরে ২০০০ সালের জুন ৫ তারিখে বাড়িয়ে দেয়ায় ভবনের উচ্চতা দাড়াঁয় ১,৭২৯ ফুট (৫২৭ মিটার), যা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ১ম টাওয়ারের এন্টেনাকে ছাড়িয়ে যায়।
যুক্তরাষ্ট্রের অন্য যেকোন বাণিজ্যিক ভবনের চাইতে উইলিস টাওয়ারের মোট এলাকা বেশি। সব ভবন বিচার করলে পেন্টাগণ এর পরেই এর স্থান। ৩০-৩২, ৬৪-৬৫, ৮৮-৮৯, ও ১০৬-১০৭ তলার মধ্যে ১ তলা উঁচু কালো ব্যান্ড রয়েছে, যা বায়ুচলাচল ও রক্ষনাবেক্ষনের যন্ত্রপাতি রাখার জন্য রাখা হয়েছে।
ভবনটির প্রাতিষ্ঠানিক ঠিকানা ২৩৩ দক্ষিণ ওয়াকার ড্রাইভ, শিকাগো, ইলিনয়, ৬০৬০৬।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.