Loading AI tools
Noble Award winning Physicist, co-inventor of the CCD imager. উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইলার্ড স্টারলিং বয়েল একজন কানাডীয় মার্কিন পদার্থবিজ্ঞানী এবং চার্জ কাপল্ড ডিভাইস এর সহ-উদ্ভাবক। বয়েল ২০০৯ সালে পল জর্জ এলউড স্মিথের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন।
উইলার্ড স্টারলিং বয়েল | |
---|---|
জন্ম | Amherst, Nova Scotia | ১৯ আগস্ট ১৯২৪
মৃত্যু | ৭ মে ২০১১ ৮৬) | (বয়স
নাগরিকত্ব | কানাডা and মার্কিন যুক্তরাষ্ট্র[2] |
মাতৃশিক্ষায়তন | ম্যাকগিল বিশ্ববিদ্যালয় Lower Canada College |
পরিচিতির কারণ | চার্জ কাপল্ড ডিভাইস |
পুরস্কার | স্টুয়ার্ট ব্যালেন্টাইন পদক (১৯৭৩) IEEE Morris N. Liebmann Memorial Award (১৯৭৪) Draper Prize (২০০৬) পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০৯) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ফলিত পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | বেল ল্যাবস |
বয়েল ১৯২৪ সালের ১৯ অগাস্ট জন্মগ্রহণ করেন। ১৯৪৩ সালে তিনি রয়েল কানাডিয়ান নেভীতে যোগদান করেন। তিনি ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৭ সালে বিএসসি, ১৯৪৮ সালে এমএসসি এবং ১৯৫০ সালে পিএইচডি অর্জন করেন। ডক্টরেট অর্জনের পরে তিনি কানাডার রেডিয়েশন ল্যাবে এক বছর এবং কানাডার রয়েল মিলিটারী কলেজে দুই বছর কাজ করেন। ১৯৫৩ সালে তিনি বেল ল্যাবসে যোগ দেন। ১৯৬৯ সালে তিনি জর্জ এলউড স্মিথের সাথে যৌথভাবে চার্জ কাপল্ড ডিভাইস উদ্ভাবন করেন। তিনি ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বেল ল্যাবসে নির্বাহী পরিচালক পদে আসীন ছিলেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.