ঈশ্বরদী সরকারি কলেজ

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ঈশ্বরদী সরকারি কলেজ বাংলাদেশের একটি উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষা প্রতিষ্ঠান।

দ্রুত তথ্য নীতিবাক্য, ধরন ...
ঈশ্বরদী কলেজ,পাবনা
নীতিবাক্যপড় তোমার প্রভুর নামে
ধরনসরকারি কলেজ
শিক্ষার্থী৫৬২০ জন[১]
অবস্থান,
রাজশাহী
,
২৪.১২৯০২৬° উত্তর ৮৯.০৭৪২৪৮° পূর্ব / 24.129026; 89.074248
শিক্ষাঙ্গননিজস্ব
ভাষাবাংলা
পোশাকের রঙসাদা
Thumb
বন্ধ

ভর্তি প্রক্রিয়া

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার পরে ফলাফলের ভিত্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। তারপরে ফলাফল বিবেচনা করে ভর্তি প্রক্রিয়া করা হয়। এবং এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত।

আসন সংখ্যা

এই কলেজে মেধা তালিকা অনুসারে আসন সংখ্যা নির্বাচন করা হয়ে থাকে।মোট আসন সংখ্যা ৫৫২০।

খেলাধুলা

নিজস্ব খেলার মাঠ থাকায় শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশ ঘটানোর লক্ষে আন্তঃহাউজ ক্রিকেট, ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন

সৃজনশীলতা ও ত্যাগী মনোভাব অর্জনের জন্য বিএনসিসি (সেনাবাহিনী), রোভার স্কাউট, গার্লস ইন গাইড চালু আছে।

কোর্সসমূহ

এই কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএস এবং বিবিএস(পাশ) কোর্স চালু আছে। আগামীতে বিএ, বিএসসি(পাশ) এবং বিবিএ কোর্স চালু প্রক্রিয়াধীন আছে।

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.