ইসরায়েল রাজ্য

উত্তরীয় ইস্রায়েলীয় রাজ্য উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ইসরায়েল রাজ্য

ইস্রায়েল রাজ্য (হিব্রু: מַמְלֶכֶת יִשְׂרָאֵל, আধুনিক: Mamlekhet Yisra'el, টিবেরীয়: Mamléḵeṯ Yiśrāʼēl) ছিল হিব্রু বাইবেল অনুসারে ইস্রায়েল ও যিহূদা যুক্তরাজ্যের দুটি উত্তরসূরি রাজ্যের একটি। ঐতিহাসিকরা প্রায়ই রাজ্যটিকে যিহূদা রাজ্য থেকে পৃথকীকরণ করতে “উত্তরীয় রাজ্য” বা “শমরীয় রাজ্য” নামে অবিহিত করেন।[]:১৬৯–১৯৫[][]

দ্রুত তথ্য ইস্রায়েল রাজ্য 𐤉𐤔𐤓𐤀𐤋, অবস্থা ...
ইস্রায়েল রাজ্য

𐤉𐤔𐤓𐤀𐤋[]
৯৩০ খ্রী.পূ.–আনু. ৭২০ খ্রী.পূ.
Thumb
খ্রীষ্টপূর্ব ৯ম শতাব্দীতে ইস্রায়েল ও যিহূদা যুক্তরাজ্যের মানচিত্র, ইস্রায়েল রাজ্য নীল রঙে এবং যিহূদা রাজ্য হলুদ রঙে চিহ্নিত। মানচিত্রে প্রদর্শিত প্রতিবেশী রাজ্যসমূহ হল অরাম-দম্মেশক, অম্মোন, মোয়াব, ইদোমপলেষ্টিয়া
অবস্থারাজ্য
রাজধানী
  • শিখিম (৯৩০ খ্রী.পূ.)
  • পনূয়েল (৯৩০–৯০৯ খ্রী.পূ.)
  • তির্সা (৯০৯–৮৮০ খ্রী.পূ.)
  • শমরিয়া (৮৮০–আনু. ৭২০ খ্রী.পূ.)
প্রচলিত ভাষাহিব্রু
ধর্ম
সরকাররাজতন্ত্র
রাজা 
 আনু. ৯৩১–৯১০ খ্রী.পূ.
যারবিয়াম (প্রথম)
 ৭৩২–আনু. ৭২০ খ্রী.পূ.
হোশেয় (শেষ)
ঐতিহাসিক যুগলৌহ যুগ
 যারবিয়ামের বিদ্রোহ
৯৩০ খ্রী.পূ.
 অশূরীয় নির্বাসন
আনু. ৭২০ খ্রী.পূ.
পূর্বসূরী
উত্তরসূরী
ইস্রায়েল ও যিহূদা যুক্তরাজ্য
নব্য-অ্যাসিরীয় সাম্রাজ্য
বর্তমানে যার অংশ
বন্ধ

ইস্রায়েল রাজ্য নব্য-অশূরীয় সাম্রাজ্য কর্তৃক দখল হওয়ার আগ পর্যন্ত মোটামুটিভাবে ৯৩০ খ্রীষ্টপূর্ব থেকে ৭২০ খ্রীষ্টপূর্ব অবধি অস্তিত্ববান ছিল। রাজ্যটির প্রধান নগরীগুলো ছিল শিখিম, তির্সা, শমরিয়া, যাফো, বৈথেলদান

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.