Remove ads
ভারতীয় অভিনেত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইশা সাহা একজন ভারতীয় অভিনেত্রী, যিনি মূলত বাংলা সিনেমায় কাজ করেন। তিনি বাংলা টেলিভিশনের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ২০১৭ সালে অনিন্দ্য চ্যাটার্জি পরিচালিত প্রজাপতি বিস্কুটের মাধ্যমে তিনি বাংলা সিনেমায় তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন ।[1] তিনি স্টার জলসার ঝাঁঝ লবঙ্গ ফুল ধারাবাহিকে লবঙ্গ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে পদার্পণ করেন ।[2]
ইশা সাহা | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | কলকাতা বিশ্ববিদ্যালয় |
পেশা | মডেল, অভিনেত্রী |
কর্মজীবন | ২০১৬-বর্তমান |
ঈশা সাহার জন্ম কলকাতায়। ইশা সাহা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ (হাজরা ক্যাম্পাস) থেকে থেকে বি.এ.এল.এল.বি পাস করেছেন। তিনি ২০১৬ সালে স্টার জলসার ঝাঁঝ লবঙ্গ ফুলের সাথে লবঙ্গ চরিত্রে একটি টেলিভিশন শিল্পী হিসাবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন।
তার অভিনয় জীবন ২০১৬ সালে স্টার জলসা'র ঝাঁঝ লবঙ্গ ফুল (শ্রী ভেঙ্কটেশ ফিল্মস) ধারাবাহিকে লবঙ্গ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় । ইশা সাহা অভিনীত প্রথম চলচ্চিত্র হল প্রজাপতি বিস্কুট। এই চলচ্চিত্রটি পরিচালনা করেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং চলচ্চিত্রটি ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর।[3][4] চলচ্চিত্রটিতে ইশা সাহার বিপরীতে নবাগতা খেয়া চট্টোপাধ্যায়কে অভিনয় করতে দেখা যায় । ছবিটি বক্স-অফিসে সাফল্য পায় এবং ১৪ দিনে এই ছবির আয় ছিল ২.১৫ কোটি টাকা ।[5] পরের বছর ২০১৮ সালে গুপ্তধনের সন্ধানে নামে একটি গোয়েন্দা কাহিনি-ভিত্তিক ছবিতে অভিনয় করেন । এই ছবিটি পরিচালনা করেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় । ২০১৮ সালের ২৭ এপ্রিল মুক্তি পায় ছবিটি ।[6] ছবির প্রধান চরিত্র সোনাদার (আবীর চট্টোপাধ্যায়) ভাইপো আবীরের (অর্জুন চক্রবর্তী) ঘনিষ্ঠ বান্ধবী ঝিনুক-এর চরিতে অভিনয় করেন তিনি । এই ছবিটিও বক্স-অফিসে দারুণ সাফল্য লাভ করে ।
২০১৯ সালে সোয়েটার ছবিতে অভিনয় করেন। ছবিটি পরিচালনা করেন শিলাদিত্য মৌলিক। ছবিটি দর্শকমহলে অনেক প্রশংসা লাভ করে। এই ছবিটি খুব সাদাসিধা একটি মেয়ের চরিত্রে তিনি অভিনয় করেছেন। এই সিনেমার গানগুলিও অত্যন্ত সুন্দর ও জনপ্রিয়, বিশেষ করে উল্লেখ করতে হয় প্রেমে পরা বারণ গানটির কথা, গানটি গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী।
সাল | শিরোনাম | চরিত্র | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|
২০১৭ | প্রজাপতি বিস্কুট | শাওন | অনিন্দ্য চট্টোপাধ্যায় | |
২০১৮ | গুপ্তধনের সন্ধানে | ঝিনুক | ধ্রুব বন্দ্যোপাধ্যায় | [7] |
২০১৯ | সোয়েটার | তুলিকা ওরফে টুকু | শিলাদিত্য মৌলিক | |
দুর্গেশগড়ের গুপ্তধন | ঝিনুক | ধ্রুব বন্দ্যোপাধ্যায় | [8] | |
বুড়ো সাধু | শ্বেতা | ভিক | ||
২০২০ | ডিটেক্টিভ | সুধামুখী | জয়দীপ মুখার্জী | |
২০২১ | তরুলতার ভূত | কমলকলি | দেব রায় | |
গোলন্দাজ | কমলিনী | ধ্রুব ব্যানার্জি | ||
২০২২ | মহানন্দা | মহল | অরিন্দম শীল | |
সহবাস | অঞ্জন কাঞ্জিলাল | |||
কলকাতা চলন্তিকা | টুম্পা | পাভেল | ||
কাছের মানুষ | আলো | পথিকৃৎ বসু | ||
কর্ণসুবর্ণের গুপ্তধন | ঝিনুক | ধ্রুব ব্যানার্জী | ||
২০২৩ | মিথ্যে প্রেমের গান | অন্বেষা | পরমা নেওটিয়া | [9] |
ঘরে ফেরার গান | তারা | অরিত্র সেন | ||
একটু সরে বসুন | কমলেশ্বর মুখোপাধ্যায় | |||
আসন্ন | অসুখ বিসুখ | কৌশিক গাঙ্গুলি | ||
অপরিচিত | জয়দীপ মুখোপাধ্যায় |
বছর | শিরোনাম | ভূমিকা | চ্যানেল | উৎপাদন |
---|---|---|---|---|
২০১৬ | ঝাঁঝ লোবোঙ্গো ফুল | লোবোঙ্গো | স্টার জলসা | এসভিএফ |
বছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | প্ল্যাটফর্ম |
---|---|---|---|---|
২০১৮ | জাপানি খেলনা (সিজন ১) | কিঙ্কিনি | সৌরভ চক্রবর্তী | হইচই |
২০১৯ | জাপানি খেলনা (সিজন ২) | কিঙ্কিনি | সৌমিক চট্টোপাধ্যায় | |
দাব চিংরি | সোহিনী | সুদীপ দাস | জি৫ | |
ভালোবাসার শহর (গল্প:কলকাতার কবিতারা) | মালিনী | অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় | ||
২০২০ | মাফিয়া | অনন্যা | বিরসা দাশগুপ্ত | হইচই |
২০২১ | বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড | অমৃতা | শুভঙ্কর পাল | |
ইন্দু | ইন্দু | সায়ন্তন ঘোষাল |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.