ইয়াহিয়া ইবনে হাবাশ সোহরাওয়ার্দী

দার্শনিক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ইয়াহিয়া ইবনে হাবাশ সোহরাওয়ার্দী

ইয়াহিয়া ইবনে হাবাশ সোহরাওয়ার্দী ছিলেন পারস্যের একজন দার্শনিক যিনি ইসলামী দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ ধারা ইশরাকি দর্শনের প্রতিষ্ঠাতা।[][] তিনি শাইখ আল ইশরাক নামে অধিক পরিচিত।

দ্রুত তথ্য ইয়াহিয়া ইবনে হাবাশ সোহরাওয়ার্দী, জন্ম ...
ইয়াহিয়া ইবনে হাবাশ সোহরাওয়ার্দী
Thumb
জন্ম১১৫৪
মৃত্যু১১৯১ ও ১২০৮ এর মাঝামাঝি
অঞ্চলইসলামী দর্শন
ধারাইশরাকি দর্শন
ভাবশিষ্য
বন্ধ

জীবনী

১১৫৪ সালে তিনি তৎকালীন পারস্যের (বর্তমানে জানজান ও বিজার গারুসের মধ্যবর্তী) সোহরাওয়ার্দ নামক এক গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র চল্লিশ বছরের কম সময় বেঁচে থাকলেও সোহরাওয়ার্দী অসংখ্য গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন যা তাকে ইসলামী দর্শনের নতুন এক ধারা তৈরিতে সাহায্য করেছে। ১১৮৬ সালে মাত্র বত্রিশ বছর বয়সে তিনি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ কিতাব হিকমাত আল ইশরাক রচনা করেন। তার মৃত্যুর বিষয়ে পরস্পর বিরোধী কয়েকটি মত পাওয়া যায়। তবে প্রচলিত মত হলো যে ১১৯১ ও ১২০৮ সালের মাঝামাঝি কোনো সময়ে মালিক আল জাহিরের নির্দেশে বাতিনি দর্শন চর্চার অভিযোগে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.