Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইন্দোনেশিয়ায় ইসলাম প্রধান এবং রাষ্ট্রীয় ধর্ম। ২০১৮ সালের সমীক্ষায় ইন্দোনেশিয়ার জনসংখ্যার ৮৬.৭% নিজেদের মুসলিম বলে পরিচয় দেয়।[1][2] প্রায় ২৩১ মিলিয়ন মুসলিম জনসংখ্যা নিয়ে ইন্দোনেশিয়া হলো সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।[3] ধর্মীয় সম্প্রদায়ের পরিপ্রেক্ষিতে সর্বাধিক সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমান। ২০১১ সালে পিউ রিসার্চ সেন্টার সুন্নিদের মুসলমান জনসংখ্যার ৯৯% হিসাবে অনুমান করে।[4] বাকি ১% শিয়া, যারা জাকার্তার আশেপাশে কেন্দ্রীভূত[5] এবং তাদের পাশাপাশি প্রায় ৪০০,০০০ আহমদীও রয়েছে।[6]
মোট জনসংখ্যা | |
---|---|
২৩১,০৬৯,৯৩২ (২০১৮) | |
ভাষা | |
ইন্দোনেশীয় ভাষা, কুরআনীয় আরবি |
জনসংখ্যার পরিসংখ্যানের ওপর ভিত্তিকরে প্রায় ৯৯% ইন্দোনেশীয় মুসলিম প্রধানত শাফি মাজহাব অনুসরণ করে।[7][8] যদিও জিজ্ঞাসাবাদে ৫৬% কোনো নির্দিষ্ট মাজহাব মেনে চলে না বলে জানায়।[9] ইন্দোনেশিয়ায় মুসলিমদের মধ্যে চিন্তার প্রবণতাগুলিকে বিস্তৃতভাবে দুইটি অভিমুখে শ্রেণীবদ্ধ করা যায়: "আধুনিকতাবাদ", যা আধুনিক শিক্ষা গ্রহণ করার সময় গোঁড়া ধর্মতত্ত্বকে ঘনিষ্ঠভাবে মেনে চলে; ও 'ঐতিহ্যবাদ' যা স্থানীয় ধর্মীয় নেতা ও ইসলামি ধর্মীয় শিক্ষকগণের ব্যাখ্যা অনুসরণ করে। এছাড়াও কেবাতিনান নামে পরিচিত ইসলামের একটি সমন্বিত রূপের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ উপস্থিতিও রয়েছে।
ইন্দোনেশিয়ায় ইসলাম আরব মুসলমান ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যক্রম, স্থানীয় শাসকদের ইসলাম গ্রহণ ও ১৩ শতক থেকে সুফিবাদের প্রভাবের মাধ্যমে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে বলে মনে করা হয়।[10][11][12] ঔপনিবেশিক যুগের শেষের দিকে ঔপনিবেশিকতার বিরুদ্ধে এটি একটি সমাবেশের ব্যানার হিসেবে গৃহীত হয়েছিল।[13]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.