ইকরিমা ইবনে আবি জাহল

সাহাবী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ইকরিমা ইবনে আবি জাহল

ইকরিমা ইবনে আবি জাহল (আরবি: عكرمة بن أبي جهل (মৃত্যুঃ ৬৩৪ বা ৬৩৬ খ্রিষ্টাব্দ) ছিলেন মুহাম্মদ (সা:) এর একজন সাহাবী ও গুরুত্বপূর্ণ মুসলিম নেতা। আবু জাহল বলে পরিচিত আমর ইবনে হিশাম তার পিতা। প্রথমদিকে ইকরিমাও পিতার মত ইসলামের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন।

দ্রুত তথ্য ইকরিমা ইবনে আবি জাহল, জন্ম ...
ইকরিমা ইবনে আবি জাহল
Thumb
আবু জাহালের ছেলে ইকরিমা
জন্ম৫৯৮ (আনুমানিক)
মক্কা, হেজাজ
মৃত্যু৬৩৪ বা ৬৩৬
আজনাদায়েন (রামলা এবং বায়ত জিব্রিন) অথবা ইয়ারমুক নদীর কাছে
আনুগত্যকুরাইশ (৬২৪–৬৩৪)
মুহাম্মদ (৬৩১–৬৩২)
রাশিদুন খিলাফত (৬৩২–৬৩৪ বা ৬৩৬)
সেবা/শাখারাশিদুন সেনাবাহিনী
কার্যকাল৬৩২–৬৩৪ বা ৬৩৪
নেতৃত্বসমূহআরবে মুসলিম সেনাবাহিনীর ফিল্ড কমান্ডার
যুদ্ধ/সংগ্রাম
দাম্পত্য সঙ্গীউম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম
কুতাইলা বিনতে কায়স ইবনে মাদিকারিব
আসমা বিনতে নুমান ইবনে আবি জাওন
সন্তাননেই
সম্পর্কআবু জাহেল (বাবা)
মুজালাদিয়া বিনতে আমর (মা)
বন্ধ

উম্মে হাকিম তার স্ত্রী ছিলেন। উহুদের যুদ্ধে তার স্ত্রী তার সাথে যান। এই যুদ্ধে মক্কার কুরাইশরা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে।[][] ৬৩০ সালে মক্কা বিজয়ের পর ইকরিমা ও উম্মে হাকিম দুজনেই ইসলাম গ্রহণ করেন।[][][][]

ইসলাম গ্রহণের পর ইকরিমা সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে মুসলিমদের একজন গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেন। খলিফা আবু বকর তাকে মুসায়লিমার বিরুদ্ধে ইয়ামামায় প্রেরণ করেছিলেন।

ইকরিমা ইবনে আবি জাহল ৬৩৪ সালে আজনাদায়নের যুদ্ধে বা ৬৩৬ সালে ইয়ারমুকের যুদ্ধে নিহত হন।

আরও দেখুন

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.