Loading AI tools
দক্ষিণ আফ্রিকার ইসলামী পন্ডিত উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইউসুফ কারান (এছাড়াও ইউসুফ আবদুল্লাহ কারান নামেও লেখা হয়)[১] (১৫ নভেম্বর ১৯৩৫ - ১০ মে ২০১৫) ছিলেন স্ট্র্যান্ডের (পশ্চিম অন্তরীপ) একজন দক্ষিণ আফ্রিকার সুন্নি মুসলিম পণ্ডিত।[২] যিনি মুসলিম জুডিশিয়াল কাউন্সিলের (ইসলামী বিচার বিভাগ) প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করেন।[৩][৪][৫]
কারান ১৫ই নভেম্বর ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি স্ট্র্যান্ড মুসলেম প্রাথমিক বিদ্যালয় ও মেথডিস্ট মিশন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন এবং ১৯৫২ সালে অ্যাথলোন মাধ্যমিক বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন।[৬] ১৯৫৭ সালে তিনি ভারতে চলে যান যেখানে তিনি পাঁচ বছর দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেন এবং ১৯৬২ সালে স্নাতক হন।[৭][৬]
তিনি ১৯৫৫ সালে স্ট্র্যান্ড প্রগ্রেসিভ সোসাইটির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ১৯৬৬ সালে স্ট্র্যান্ড মুসলিম সম্প্রদায়ের চারটি দলকে ঐক্যবদ্ধ করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।[৬] ফুটপ্রিন্টের লেখক এম এ বাদেরোয়েনের মতে "তিনি একজন অসাধারণ বক্তা ছিলেন এবং স্থানীয় সম্প্রদায় তার আন্তরিকতায় মুগ্ধ হয় এবং একটি একক প্রশাসনিক পরিষদের অধীনে ঐক্যবদ্ধ হতে উৎসাহিত হয়।"।[৭] তিনি ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার ইউনাইটেড উলামা কাউন্সিলের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।[৮]
তিনি ১০ই মে ২০১৫ সালে স্ট্র্যান্ডে (পশ্চিম অন্তরীপ) মারা যান।[৬] তার পুত্র তাহা কারান একজন ইসলামী পণ্ডিত এবং স্ট্র্যান্ডে দারুল উলুম আল-আরাবিয়াহ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা।[৫][৮]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.