Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইউরির রাত্র (Yuri's Night) ১৯৬১ সালের ১২ই এপ্রিল মহাকাশে প্রথম মানুষ ইউরি গ্যাগারিনের যাত্রা এবং ১২ই এপ্রিল ১৯৮১ সালে মহাকাশে প্রথম স্পেশ সাটল প্রেরণকে স্মরণ করতে প্রতি বছর ১২ই এপ্রিল আন্তর্জাতিক ভাবে পালিত একটি দিন। ২০০৪ সালে বিশ্বের প্রায় ৩৪টি দেশে ৭৫টি আলাদা অনষ্ঠান আয়োজিত হয়। ২০১১ সালে সাতটি মহাদেশের ৭৫টি দেশে ৫৬৭টি অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ইউরির রাত্র উদযাপিত হয়।[1] ইউরির রাত্রকে প্রায়ই "বিশ্ব মহাকাশ পার্টি" বলে উল্লেখ করা হয়।[2]
ইউরির রাত্র | |
---|---|
ধরন | মহাকাশ অভিযান |
তারিখ (সমূহ) | ১২ এপ্রিল |
পুনরাবৃত্তি | বার্ষিক |
অবস্থান (সমূহ) | আন্তর্জাতিক |
প্রবর্তিত | ১২ এপ্রিল ২০০১ |
ওয়েবসাইট | |
yurisnight | |
Commemorates flight of Vostok 1 in 1961 |
ইউরির রাত্রের উদ্দেশ্য হল মহাকাশ অভিযান নিয়ে জনগণের আগ্রহ বৃদ্ধি করা এবং নতুন অভিযাত্রী প্রজন্ম গড়ে তোলা। মহাকাশ দ্বারা প্রভাবিত শৈল্পিক দৃষ্টিভঙ্গি এবং বার্ষিক আয়োজন ও শিক্ষামূলক কর্মসূচির বৈশ্বিক নেটওয়ার্ক গঠনের মধ্য দিয়ে ইউরির রাত্র তরুণদের নিয়ে বৈশ্বিক সম্প্রদায় সৃষ্টি করে যারা দ্বায়িত্ববান নেতৃত্ব ও উদ্ভাবক তৈরি করার মাধ্যমে মহাকাশ অভিযানের ভবিষ্যৎ গঠনে সংকল্পবদ্ধ।[3]
লরেট্টা হিডালগো হোয়াইটসাইডস, জর্জ টি. হোয়াইটসাইডস, ও ট্রিশ গার্নার মিলে ইউরির রাত্র প্রতিষ্ঠা করেন। প্রথম ইউরির রাত্র উদযাপিত হয় ২০০১ সালের ১২ এপ্রিল, ভস্টক ১ উৎক্ষেপণের ঠিক ৪০ বছর পর।[4] ১৯৬২ সাল থেকে ১২ এপ্রিল দিনটি রাশিয়ায় (সাবেক সোভিয়েত ইউনিয়ন) কসমোনটকস দিবস (রুশ: День Космонавтики) হিসেবে পালন করা হত,[5] এবং ২০১১ সাল থেকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মানব মহাকাশ যাত্রা দিবস হিসেবে পালন করা হচ্ছে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.