Remove ads
একটি নির্দিষ্ট ফাইল বা পৃষ্ঠার ওয়েব ঠিকানা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউআরএল (URL) বা ওয়েব ঠিকানা[১] ইন্টারনেটের মাধ্যমে কোন বিশেষ ওয়েবসাইটে পৌঁছনোর জন্য ব্যবহৃত একটি বিশেষ কোড। ইউআরএল হল ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ারের একটি বিশেষ ধরন,[২] যদিও বেশিরভাগ মানুষ এই দুটি পরিভাষাকে একে অপরের পরিপূরক হিসেবে ব্যবহার করে থাকেন।[৩][ক] ইউআরএল মূলত রেফারেন্স ওয়েব পাতা (এইচটিটিপি) হিসেবে কাজ করে, কিন্তু এটি ফাইল স্থানান্তর (এফটিপি), ইমেইল (মাইলটু), ডেটাবেজ এক্সেস (জেডিবিসি) ও অন্যান্য কাজ হিসেবেও ব্যবহৃত হয়।
ইউআরএল এ কখনো স্পেস ( ) থাকে না তবে স্ল্যাশ ( / ) ব্যবহার হয়।[৬] বেশিরভাগ ওয়েব ব্রাউজারে ইউআরএল ওয়েব ঠিকানার উপরের পাতায় অ্যাড্রেস বারে প্রদর্শিত হয়। একটি সাধারণ ইউআরএল http://www.example.com/index.html
এই রূপে হতে পারে, যা দিয়ে একটি প্রটোকল (http
), একটি হোস্ট নাম (www.example.com
), ও একটি ফাইল নাম (index.html
) নির্দেশ করে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.