আস্তে লেডিস
ভারতীয় বাংলা ওয়েব ধারাবাহিক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আস্তে লেডিস একটি ভারতীয় বাংলা ওয়েব ধারাবাহিক, যেটি ২০১৯-এর ১৪ মার্চ থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ সম্প্রচারিত হচ্ছে।[১] হইচই স্যালন ডি প্যারিস নামে ওয়েব ধারাবাহিকটির ডাবড সংস্করণও মুক্তি দিয়েছে। ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ্তা সেন, সায়নী ঘোষ এবং ইন্দ্রাশীষ রায়।[২][৩]
আস্তে লেডিস | |
---|---|
![]() মৌসুম ১-এর পোস্টার | |
ধরন | থ্রিলার |
পরিচালক | অভিজিৎ চৌধুরী |
দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ৯ (পর্বের তালিকা) |
নির্মাণ | |
নির্মাণ প্রতিষ্ঠান | স্টার এন্টারটেইনমেন্ট স্টুডিও |
মুক্তি | |
নেটওয়ার্ক | হইচই |
মুক্তি | ১৪ মার্চ ২০১৯ – বর্তমান |
কাহিনী
আস্তে লেডিসের গল্পটি তিনজন মহিলা যথা মেঘা, তানি এবং লিমার জীবনকে ঘিরে আবর্তিত হয়, যাদের জীবনযাপন স্যালন ডি প্যারিস নামক তাদের সৌন্দর্য এবং স্টাইলিং পার্লারের উপর নির্ভরশীল। মেঘা একজন প্রাক্তন স্কুল শিক্ষক এবং তার স্বামী তার স্বপ্নকে গুরুত্ব দেয় না। তানি একজন যোদ্ধা - আক্ষরিক ভাবে এবং রূপকভাবে। এবং লিমা তারুণ্যের শক্তি এবং নিরীহ। একসাথে, তারা পার্লার চালায়, এবং তাদের কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। কিন্তু হঠাৎ করে তারা কিছু আর্থিক সমস্যার মুখোমুখি হয় যা তাদের অকল্পনীয় কিছু করতে বাধ্য করে - একটি গহনা চুরি!
অভিনয়ে
- মেঘা চরিত্রে সন্দীপ্তা সেন
- তানি চরিত্রে সায়নী ঘোষ
- লিমা চরিত্রে মধুরিমা ঘোষ
- কৌশিক চরিত্রে সৌরভ দাস
- শুভম চরিত্রে ইন্দ্রাশীষ রায়
- সমর পোদ্দার চরিত্রে দীপঙ্কর দে
- মিম আক্তার চরিত্রে মমি খান
- শিফা চরিত্রে রোদেলা আশরাফী শিফা
সংক্ষিপ্ত বিবরণ
- মৌসুম ১ (২০১৯)
ধারাবাহিকটি ২০১৯ সালের ১৪ মার্চ থেকে ৯টি পর্ব নিয়ে স্ট্রিমিং শুরু হয়েছিল।[৪]
পর্ব
মৌসুম | পর্ব | মূল মুক্তি | |||
---|---|---|---|---|---|
১ | ৯ | ১৪ মার্চ ২০১৯ |
মৌসুম ১
নং. | শিরোনাম | পরিচালক | মূল মুক্তির তারিখ |
---|---|---|---|
১ | "দ্য আনইনভাইটেড গেস্ট (অনাকাঙ্ক্ষিত অতিথি)" | অভিজিৎ চৌধুরী | ১৪ মার্চ ২০১৯ |
২ | "স্যালন ডি প্যারিস" | অভিজিৎ চৌধুরী | ১৪ মার্চ ২০১৯ |
৩ | "দ্য মিশন বিগিন্স (মিশন শুরু)" | অভিজিৎ চৌধুরী | ১৪ মার্চ ২০১৯ |
৪ | "দ্য রবারি (ডাকাতি)" | অভিজিৎ চৌধুরী | ১৪ মার্চ ২০১৯ |
৫ | "দ্য অ্যাপার্টমেন্ট (অ্যাপার্টমেন্ট)" | অভিজিৎ চৌধুরী | ১৪ মার্চ ২০১৯ |
৬ | "দ্য মেকওভার প্ল্যান (নতুন শুরুর পরিকল্পনা)" | অভিজিৎ চৌধুরী | ১৪ মার্চ ২০১৯ |
৭ | "দ্য ডায়মন্ড হেইস্ট (হীরা ডাকাতি)" | অভিজিৎ চৌধুরী | ১৪ মার্চ ২০১৯ |
৮ | "দ্য লায়ন'স ডেন (সিংহের গুহা)" | অভিজিৎ চৌধুরী | ১৪ মার্চ ২০১৯ |
৯ | "দ্য ফাইনাল কাট (চূড়ান্ত কাট)" | অভিজিৎ চৌধুরী | ১৪ মার্চ ২০১৯ |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.