আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র

পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রmap

আসানসোল উত্তর (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার একটি বিধানসভা কেন্দ্র। পূর্বে এই এলাকাটি বেশিরভাগ আসানসোল বিধানসভা কেন্দ্রের অধীনে ছিল। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র নামে আরেকটি কেন্দ্র রয়েছে।

দ্রুত তথ্য আসানসোল উত্তর, দেশ ...
আসানসোল উত্তর
বিধানসভা কেন্দ্র
Thumb
আসানসোল উত্তর
Thumb
আসানসোল উত্তর
পশ্চিমবঙ্গ
স্থানাঙ্ক: ২৩°৪১′ উত্তর ৮৬°৫৯′ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাপশ্চিম বর্ধমান
কেন্দ্র নং.২৮১
লোকসভা কেন্দ্র৪০.আসানসোল
নির্বাচনী বছর১৯৮,৩৪২ (২০১১)
বন্ধ

এলাকা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, আসানসোল পৌরসংস্থা এলাকা দুটি বিধানসভা কেন্দ্রে বিভক্ত। ১.আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র ২.আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র, ২৮১ নং আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়েছে যথাক্রমে ১ থেকে ৮, ১০ থেকে ১৭, ১৯, ২১ থেকে ৩৩ ওয়ার্ডগুলি আসানসোল পৌরসংস্থার অন্তর্গত।[]

আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রটি ৪০ নং আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[]

বিধানসভার বিধায়ক

আরও তথ্য নির্বাচনের বছর, কেন্দ্র ...
নির্বাচনের
বছর
কেন্দ্রবিধায়করাজনৈতিক দল
১৯৫১আসানসোলঅতীন্দ্রনাথ বোসফরওয়ার্ড ব্লক রুইকার গ্রুপ[]
১৯৫৭শিবদাস ঘটকভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৬২বিজয় পালভারতের কমিউনিস্ট পার্টি[]
১৯৬৭জি.আর মিত্রভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৬৯লোকেশ ঘোষভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) []
১৯৭১লোকেশ ঘোষভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[]
১৯৭২নিরঞ্জন দিহিদারভারতের কমিউনিস্ট পার্টি []
১৯৭৭হারাধন রায়ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[]
১৯৮২বিজয় পালভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১০]
১৯৮৭প্রবুদ্ধ লাহাভারতীয় জাতীয় কংগ্রেস[১১]
১৯৯১গৌতম রায়চৌধুরীভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১২]
১৯৯৬তাপস ব্যানার্জীভারতীয় জাতীয় কংগ্রেস[১৩]
২০০১কল্যাণ ব্যানার্জীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৪]
২০০৬প্রতিভারঞ্জন মুখার্জীভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৫]
২০১১আসানসোল উত্তরমলয় ঘটকসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৬]
২০১৬মলয় ঘটকসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
বন্ধ

নির্বাচনী ফলাফল

সারাংশ
প্রসঙ্গ

২০১৬

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে, তৃণমূল কংগ্রেস মলয় ঘটক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নির্মল কর্মকারকে পরাজিত করেন।

আরও তথ্য দল, প্রার্থী ...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬: আসানসোল উত্তর কেন্দ্র
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল মলয় ঘটক ৮৪,৭১৫ ৪৬.১২ -১৬.০২
বিজেপি নির্মল কর্মকার ৬০,৮১৮ ৩৩.১১ +২৮.৭৪
কংগ্রেস ইন্দ্রাণী মিশ্রা ৩১,৮৯২ ১৭.৩৬ -১৩.৮৫#
বিএমপি দীপালি রুইদাস ২,১৭৮ ১.১৮
অখিল ভারত হিন্দু মহাসভা শ্যামা চরণ দত্ত ১,২৬৮ ০.৬৯
উপরের কেউ না উপরের কেউ না ২,৭৯৫ ১.৫২
সংখ্যাগরিষ্ঠতা ২৩,৮৯৭ ১৩.০১ −১৭.৯২
ভোটার উপস্থিতি ১,৮৩,৬৬৬
তৃণমূল নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং -২২.৩৮
বন্ধ

২০১১

২০১১ সালের বিধানসভা নির্বাচনে, তৃণমূল কংগ্রেস মলয় ঘটক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) এর রানু রায়চৌধুরীকে পরাজিত করেন।

আরও তথ্য দল, প্রার্থী ...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: আসানসোল উত্তর কেন্দ্র[১৭][১৮][১৯]
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল মলয় ঘটক ৯৬,০১১ ৬২.১৪ +১১.২৬#
সিপিআই(এম) রানু রায়চৌধুরী ৪৮,২১৮ ৩১.২১ -১৭.৯১
কংগ্রেস মদন মোহন চৌবে ৬,৭৫০ ৪.৩৭
জেডি(ইউ) বিজয় প্রসাদ সিংহ ৩,৫৩৬
সংখ্যাগরিষ্ঠতা ৪৭,৭৯৩ ৩০.৯৩
ভোটার উপস্থিতি ১,৫৪,৫১৫ ৭৭.৯০
সিপিআই(এম) থেকে তৃণমূল অর্জন করেছে সুইং +২৯.১৭
বন্ধ

১৯৭৭-২০০৬ আসানসোল কেন্দ্র

২০০৬ সালে রাজ্য বিধানসভা নির্বাচন,[১৫] সিপিআই (এম) এর প্রতিভারঞ্জন মুখার্জী আসানসোল কেন্দ্র থেকে জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জীকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জী সিপিআই (এম) এর গৌতম রায়চৌধুরীকে পরাজিত করেন।[১৪] ১৯৯৬ সালে কংগ্রেসের তাপস ব্যানার্জী সিপিআই (এম) এর গৌতম রায়চৌধুরীকে পরাজিত করেন।[১৩] ১৯৯১ সালে সিপিআই (এম) এর গৌতম রায়চৌধুরী জয়ী হন বিজেপি এর বজরঙ্গী গুপ্তকে পরাজিত করেন।[১২] ১৯৮৭ সালে কংগ্রেসের প্রবুদ্ধ লাহা সিপিআই (এম) এর গৌতম রায়চৌধুরীকে পরাজিত করেন।[১১] ১৯৮২ সালে সিপিআই (এম) এর বিজয় পাল নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সুকুমার ব্যানার্জীকে পরাজিত করেন।[১০] ১৯৭৭ সালে সিপিআই (এম) এর হারাধন রায় কংগ্রেসের গোপিকা রঞ্জন মিত্রকে পরাজিত করেন।[][২০]

১৯৫১-১৯৭২ আসানসোল কেন্দ্র

১৯৭২ সালে সিপিআই এর নিরঞ্জন দিহিদার জয়ী হন।[] ১৯৭১[] এবং ১৯৬৯ সালে[] সিপিআই (এম) এর ডা. লোকেশ ঘোষ জয়ী হন। ১৯৬৭ সালে কংগ্রেসের গোপিকা রঞ্জন মিত্র জয়ী হন।[] ১৯৬২ সালে সিপিআইয়ের বিজয় পাল জয়ী হন।[] ১৯৫৭ সালে কংগ্রেসের শিবদাস ঘটক জয়ী হন।[] স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে, ১৯৫১ সালে ফরোয়ার্ড ব্লকের (রাইকার) অতীন্দ্রনাথ বোস কংগ্রেসের যোগেন্দ্রনাথ রায়কে পরাজিত করেন।[]

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.