আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আসানসোল উত্তর (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার একটি বিধানসভা কেন্দ্র। পূর্বে এই এলাকাটি বেশিরভাগ আসানসোল বিধানসভা কেন্দ্রের অধীনে ছিল। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র নামে আরেকটি কেন্দ্র রয়েছে।
আসানসোল উত্তর | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
পশ্চিমবঙ্গ | |
স্থানাঙ্ক: ২৩°৪১′ উত্তর ৮৬°৫৯′ পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | পশ্চিম বর্ধমান |
কেন্দ্র নং. | ২৮১ |
লোকসভা কেন্দ্র | ৪০.আসানসোল |
নির্বাচনী বছর | ১৯৮,৩৪২ (২০১১) |
এলাকা
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, আসানসোল পৌরসংস্থা এলাকা দুটি বিধানসভা কেন্দ্রে বিভক্ত। ১.আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র ২.আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র, ২৮১ নং আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়েছে যথাক্রমে ১ থেকে ৮, ১০ থেকে ১৭, ১৯, ২১ থেকে ৩৩ ওয়ার্ডগুলি আসানসোল পৌরসংস্থার অন্তর্গত।[১]
আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রটি ৪০ নং আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[১]
বিধানসভার বিধায়ক
নির্বাচনের বছর | কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
১৯৫১ | আসানসোল | অতীন্দ্রনাথ বোস | ফরওয়ার্ড ব্লক রুইকার গ্রুপ[২] |
১৯৫৭ | শিবদাস ঘটক | ভারতীয় জাতীয় কংগ্রেস[৩] | |
১৯৬২ | বিজয় পাল | ভারতের কমিউনিস্ট পার্টি[৪] | |
১৯৬৭ | জি.আর মিত্র | ভারতীয় জাতীয় কংগ্রেস[৫] | |
১৯৬৯ | লোকেশ ঘোষ | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [৬] | |
১৯৭১ | লোকেশ ঘোষ | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[৭] | |
১৯৭২ | নিরঞ্জন দিহিদার | ভারতের কমিউনিস্ট পার্টি [৮] | |
১৯৭৭ | হারাধন রায় | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[৯] | |
১৯৮২ | বিজয় পাল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১০] | |
১৯৮৭ | প্রবুদ্ধ লাহা | ভারতীয় জাতীয় কংগ্রেস[১১] | |
১৯৯১ | গৌতম রায়চৌধুরী | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১২] | |
১৯৯৬ | তাপস ব্যানার্জী | ভারতীয় জাতীয় কংগ্রেস[১৩] | |
২০০১ | কল্যাণ ব্যানার্জী | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৪] | |
২০০৬ | প্রতিভারঞ্জন মুখার্জী | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৫] | |
২০১১ | আসানসোল উত্তর | মলয় ঘটক | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৬] |
২০১৬ | মলয় ঘটক | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
নির্বাচনী ফলাফল
সারাংশ
প্রসঙ্গ
২০১৬
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে, তৃণমূল কংগ্রেস মলয় ঘটক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নির্মল কর্মকারকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | মলয় ঘটক | ৮৪,৭১৫ | ৪৬.১২ | -১৬.০২ | |
বিজেপি | নির্মল কর্মকার | ৬০,৮১৮ | ৩৩.১১ | +২৮.৭৪ | |
কংগ্রেস | ইন্দ্রাণী মিশ্রা | ৩১,৮৯২ | ১৭.৩৬ | -১৩.৮৫# | |
বিএমপি | দীপালি রুইদাস | ২,১৭৮ | ১.১৮ | ||
অখিল ভারত হিন্দু মহাসভা | শ্যামা চরণ দত্ত | ১,২৬৮ | ০.৬৯ | ||
উপরের কেউ না | উপরের কেউ না | ২,৭৯৫ | ১.৫২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৩,৮৯৭ | ১৩.০১ | −১৭.৯২ | ||
ভোটার উপস্থিতি | ১,৮৩,৬৬৬ | ||||
তৃণমূল নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | -২২.৩৮ |
২০১১
২০১১ সালের বিধানসভা নির্বাচনে, তৃণমূল কংগ্রেস মলয় ঘটক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) এর রানু রায়চৌধুরীকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | মলয় ঘটক | ৯৬,০১১ | ৬২.১৪ | +১১.২৬# | |
সিপিআই(এম) | রানু রায়চৌধুরী | ৪৮,২১৮ | ৩১.২১ | -১৭.৯১ | |
কংগ্রেস | মদন মোহন চৌবে | ৬,৭৫০ | ৪.৩৭ | ||
জেডি(ইউ) | বিজয় প্রসাদ সিংহ | ৩,৫৩৬ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৭,৭৯৩ | ৩০.৯৩ | |||
ভোটার উপস্থিতি | ১,৫৪,৫১৫ | ৭৭.৯০ | |||
সিপিআই(এম) থেকে তৃণমূল অর্জন করেছে | সুইং | +২৯.১৭ |
১৯৭৭-২০০৬ আসানসোল কেন্দ্র
২০০৬ সালে রাজ্য বিধানসভা নির্বাচন,[১৫] সিপিআই (এম) এর প্রতিভারঞ্জন মুখার্জী আসানসোল কেন্দ্র থেকে জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জীকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জী সিপিআই (এম) এর গৌতম রায়চৌধুরীকে পরাজিত করেন।[১৪] ১৯৯৬ সালে কংগ্রেসের তাপস ব্যানার্জী সিপিআই (এম) এর গৌতম রায়চৌধুরীকে পরাজিত করেন।[১৩] ১৯৯১ সালে সিপিআই (এম) এর গৌতম রায়চৌধুরী জয়ী হন বিজেপি এর বজরঙ্গী গুপ্তকে পরাজিত করেন।[১২] ১৯৮৭ সালে কংগ্রেসের প্রবুদ্ধ লাহা সিপিআই (এম) এর গৌতম রায়চৌধুরীকে পরাজিত করেন।[১১] ১৯৮২ সালে সিপিআই (এম) এর বিজয় পাল নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সুকুমার ব্যানার্জীকে পরাজিত করেন।[১০] ১৯৭৭ সালে সিপিআই (এম) এর হারাধন রায় কংগ্রেসের গোপিকা রঞ্জন মিত্রকে পরাজিত করেন।[৯][২০]
১৯৫১-১৯৭২ আসানসোল কেন্দ্র
১৯৭২ সালে সিপিআই এর নিরঞ্জন দিহিদার জয়ী হন।[৮] ১৯৭১[৭] এবং ১৯৬৯ সালে[৬] সিপিআই (এম) এর ডা. লোকেশ ঘোষ জয়ী হন। ১৯৬৭ সালে কংগ্রেসের গোপিকা রঞ্জন মিত্র জয়ী হন।[৫] ১৯৬২ সালে সিপিআইয়ের বিজয় পাল জয়ী হন।[৪] ১৯৫৭ সালে কংগ্রেসের শিবদাস ঘটক জয়ী হন।[৩] স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে, ১৯৫১ সালে ফরোয়ার্ড ব্লকের (রাইকার) অতীন্দ্রনাথ বোস কংগ্রেসের যোগেন্দ্রনাথ রায়কে পরাজিত করেন।[২]
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.