Loading AI tools
স্পেনীয় ফুটবলার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আলেহান্দ্রো বালদে মার্তিনেজ (জন্ম: ১৮ অক্টোবর ২০০৩) একজন স্পেনীয় পেশাদার ফুটবলার যিনি স্পেনের বার্সেলোনা আতলেতিক এর হয়ে লেফট ব্যাক হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আলেহান্দ্রো বালদে মার্তিনেজ[1] | ||
জন্ম | [1] | ১৮ অক্টোবর ২০০৩||
জন্ম স্থান | বার্সেলোনা, স্পেন | ||
উচ্চতা | ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)[2] | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বার্সেলোনা আতলেতিক | ||
জার্সি নম্বর | ২২ | ||
যুব পর্যায় | |||
২০০৭–২০০৯ | সান্ত গাব্রিয়েল | ||
২০০৯–২০১১ | এস্পানিওল | ||
২০১১–২০২১ | বার্সেলোনা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০২০– | বার্সেলোনা আতলেতিক | ৩০ | (০) |
২০২১– | বার্সেলোনা | ৮ | (০) |
জাতীয় দল | |||
২০১৯ | স্পেন অনূর্ধ্ব-১৬ | ৬ | (০) |
২০১৯–২০২০ | স্পেন অনূর্ধ্ব-১৭ | ৯ | (০) |
২০১৯– | স্পেন অনূর্ধ্ব-১৮ | ৩ | (০) |
২০২১ | স্পেন অনূর্ধ্ব-১৯ | ৫ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৩ সেপ্টেম্বের ২০২২ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। |
বালদের ফুটবলার জীবনের হাতেখড়ি হয় স্থানীয় ক্লাব সান্ত গ্রাবিয়েল এ। পরবর্তীতে তিনি পর্যায়ক্রমে এস্পানিওল ও বার্সেলোনার যুব প্রকল্পে যুক্ত হন। ২০২০ সালে বার্সেলোনা আতলেতিক এর হয়ে বালদের পেশাদার ফুটবলার জীবন শুরু হয়। ২০২১-২২ মৌসুমের শুরু থেকেই তিনি বিভিন্ন সময়ে বার্সেলোনা মূল দলের সাথে যুক্ত ছিলেন। ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর তার বার্সেলোনা দলে অভিষেক হয়।
বালদে স্পেনের বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন।
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | মহাদেশীয় | অন্যান্য | মোট | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | Aউপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
বার্সেলোনা আতলেতিক | ২০২০–২১ | ১৫ | ০ | — | — | ১ | ০ | ১৬ | ০ | ||
২০২১–২২ | ১৪ | ০ | — | — | ০ | ০ | ১৪ | ০ | |||
মোট | ২৯ | ০ | — | — | ১ | ০ | ৩০ | ০ | |||
বার্সেলোনা | ২০২১–২২ | ৫ | ০ | ০ | ০ | ২ | ০ | ০ | ০ | ৭ | ০ |
২০২২–২৩ | ৩ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ৩ | ০ | |
মোট | ৪ | ০ | ০ | ০ | ২ | ০ | ০ | ০ | ১০ | ০ | |
সর্বমোট | ৩৭ | ০ | ০ | ০ | ২ | ০ | ১ | ০ | ৪০ | ০ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.