Loading AI tools
দ্বাদশী শিয়া মুসলমানদের দশম ইমাম। উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ʿআলী ʾইবনে মুহ়ম্মদ আল-হাদী (আরবি: عَلِيّ ٱبْن مُحَمَّد ٱلْهَادِي; ৮২৯ – ৮৬৮ খ্রি.), যিনি ʿআলী আন-নক়ী নামেও পরিচিত, ছিলেন ইসলামের নবী মুহম্মদের একজন বংশধর এবং দ্বাদশী শিয়া মুসলমানদের দশম ইমাম। তিনি ৩০ বছর বয়স পর্যন্ত মদীনায় শিক্ষাপ্রদান করেন। পরবর্তীতে আব্বাসীয় খলিফা আল-মুতাওয়াক্কিল তাঁকে সামাররায় তলব করেন এবং সেখানে খলিফা ও তাঁর উত্তরসূরিরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। শিয়া মতানুসারে ৮৬৮ সালে আব্বাসীয় খলিফা আল-মুতাজ বিষপ্রয়োগ করে ʿআলী আল-হাদীকে হত্যা করেন এবং এরপর তাঁকে সামাররায় দাফন করা হয়।[10][11][12][13]
ʿআলী আল-হাদী عَلِيّ ٱلْهَادِي | |||||
---|---|---|---|---|---|
আল-ইমাম আল-হাদী[1] আন-নক়ী | |||||
১০ম ইমাম (শিয়া ইসলাম) | |||||
ইমামত | ৮৩৫ – ৮৬৮ খ্রি. | ||||
পূর্বসূরি | মুহম্মদ আল-জওয়াদ | ||||
উত্তরসূরি | হাসান আল-আসকারী | ||||
জন্ম | ʿআলী ʾইবনে মুহ়ম্মদ আনু. ৮ সেপ্টেম্বর ৮২৯[2] (৫ রজব ২১৪ হিজরি) মদীনা, হেজাজ, আব্বাসীয় খিলাফত | ||||
মৃত্যু | আনু. ২১ জুন ৮৬৮ ৩৮)[3] (৩ রজব ২৫৪ হিজরি) সামাররা, আব্বাসীয় খিলাফত | (বয়স||||
দাম্পত্য সঙ্গী | হাদীসা বা সুজান[4][5] বা সলীল[5] | ||||
সন্তান |
| ||||
| |||||
স্থানীয় নাম | আরবি: عَلِيّ ٱبْن مُحَمَّد ٱلْهَادِي | ||||
বংশ | আহল আল-বাইত | ||||
বংশ | বনু হাশিম | ||||
রাজবংশ | কুরাইশ | ||||
পিতা | মুহম্মদ আল-জওয়াদ | ||||
মাতা | সুমানা[1] | ||||
ধর্ম | ইসলাম | ||||
মৃত্যুর কারণ | আল-মুতাজ কর্তৃক বিষপ্রয়োগ | ||||
সমাধি | আল-আসকারী মসজিদ, সামাররা, ইরাক ৩৪°১১′৫৪.৫″ উত্তর ৪৩°৫২′২৫″ পূর্ব | ||||
অন্যান্য নাম | ʿআলী আন-নক়ী | ||||
আন্দোলন | দ্বাদশী শিয়া ইসলাম | ||||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.