আলীকদম সদর ইউনিয়ন
বান্দরবান জেলার অন্তর্গত আলীকদম উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বান্দরবান জেলার অন্তর্গত আলীকদম উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আলীকদম সদর বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত আলীকদম উপজেলার একটি ইউনিয়ন।
আলীকদম সদর | |
---|---|
ইউনিয়ন | |
১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে আলীকদম সদর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৪০′১৭″ উত্তর ৯২°২২′৯″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | বান্দরবান জেলা |
উপজেলা | আলীকদম উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | জামাল উদ্দীন |
আয়তন | |
• মোট | ৭৫৬.২৮ বর্গকিমি (২৯২.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৮,৪৯৫ |
• জনঘনত্ব | ৩৮/বর্গকিমি (৯৮/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩০.৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৬৫০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আলীকদম সদর ইউনিয়নের আয়তন ৩৩.৮৩ বর্গ কিলোমিটার।
২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ২৩,৪৮৮ জন। এর মধ্যে ১৬,৪০৫জন মুসলিম, ৩,৪৩৬জন বৌদ্ধ, ১৫৩০জন খ্রিস্টান, ১১৫৮জন হিন্দু ও ৯৫৯জন অন্যান্য ধর্মের অনুসারী। [১]
আলীকদম উপজেলার পূর্ব-মধ্যাংশে আলীকদম সদর ইউনিয়নের অবস্থান। আলীকদম উপজেলা সদর এ ইউনিয়নে অবস্থিত। এ ইউনিয়নের উত্তরে চৈক্ষ্যং ইউনিয়ন, পশ্চিমে নয়াপাড়া ইউনিয়ন, দক্ষিণে কুরুকপাতা ইউনিয়ন এবং পশ্চিমে থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়ন ও তিন্দু ইউনিয়ন অবস্থিত।
আলীকদম সদর ইউনিয়ন আলীকদম উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আলীকদম থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের সীমানাসমূহ হল:[২]
ওয়ার্ড নং | সীমানা |
---|---|
১নং ওয়ার্ড |
|
২নং ওয়ার্ড |
|
৩নং ওয়ার্ড |
|
৪নং ওয়ার্ড |
|
৫নং ওয়ার্ড |
|
৬নং ওয়ার্ড |
|
৭নং ওয়ার্ড |
|
৮নং ওয়ার্ড |
|
৯নং ওয়ার্ড |
|
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আলীকদম সদর ইউনিয়নের সাক্ষরতার হার ৩০.৫%।[৩] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৪]
আলীকদম সদর ইউনিয়নে যোগাযোগের প্রধান ২টি সড়ক হল বান্দরবান-থানচি-আলীকদম সড়ক এবং বান্দরবান-লামা-আলীকদম সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম জীপগাড়ি।
আলীকদম সদর ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী। এছাড়া রয়েছে তৈন খাল, চৈক্ষ্যং খাল এবং কলারঝিরি খাল।[৬]
আলীকদম সদর ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল আলীকদম বাজার, পান বাজার, পোয়ামুহুরী বাজার এবং দোছড়ি বাজার।[৭]
আলীকদম সদর ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:
Seamless Wikipedia browsing. On steroids.