আলিগড় জেলা
উত্তর প্রদেশের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আলিগড় জেলা (হিন্দি: अलीगढ़ ज़िला, প্রতিবর্ণীকৃত: অলীগঢ় জ়িলা), (উর্দু: علی گڑھ ضلع) হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আলিগড় বিভাগের অন্তর্গত একটি জেলা। এই জেলার জেলা সদর হল আলিগড়। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এই জেলায় অবস্থিত।
আলিগড় জেলা अलीगढ़ ज़िला علی گڑھ ضلع | |
---|---|
উত্তরপ্রদেশের জেলা | |
![]() উত্তরপ্রদেশে আলিগড়ের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | উত্তরপ্রদেশ |
প্রশাসনিক বিভাগ | আলিগড় বিভাগ |
সদরদপ্তর | আলিগড় |
তহশিল | ৭ |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | আলিগড় |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৬,৩৭,৮৪৯[১] |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৬৯.৬১%.[১] |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
জনপরিসংখ্যান
২০১১ সালের জনগণনা অনুসারে, আলিগড় জেলার জনসংখ্যা ৩,৬৭৩,৮৪৯।[১] এই জনসংখ্যা মরিটানিয়া রাষ্ট্রের[২] বা মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহামা রাজ্যের জনসংখ্যার প্রায় সমান।[৩] জনসংখ্যার হিসেবে ভারতের ৬৪০টি জেলার মধ্যে এই জেলার স্থান ৭৬তম।[১] এই জেলার জনঘনত্ব ১,০০৭ জন প্রতি বর্গকিলোমিটার (২,৬১০ জন/বর্গমাইল) ।[১] এই জেলার ২০০১-২০১১ দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ২২.৭৮%।[১] আলিগড় জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৮৭৬ জন নারী।[১]
পাদটীকা
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.