Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মুরাবিতুন রাজবংশ (আরবি: المرابطون[7]) ছিল মরক্কো কেন্দ্রিক একটি সাম্রাজ্যবাদী বারবার মুসলিম রাজবংশ । [8] [9]এটি ১১ শতকে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে যা পশ্চিম মাগরেব এবং আল-আন্দালুস জুড়ে বিস্তৃত ছিল। আবু বকর ইবনে উমর দ্বারা প্রতিষ্ঠিত, মুরাবিতুন রাজধানী ছিল মারাক্কেশ, একটি শহর যা শাসক গোষ্ঠী কর্তৃক ১০৭০ সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। পশ্চিম সাহারার যাযাবর বারবার উপজাতি লামটুনা এবং গোদালা, ড্রা, নাইজার এবং সেনেগাল নদীর মধ্যবর্তী অঞ্চল অতিক্রম করে রাজবংশের উৎপত্তি। [10] [11]
মুরাবিতিন সালতানাত মুরাবিতিন খিলাফত المرابطون | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১০৪০–১১৪৭ | |||||||||||||||
The Almoravid empire at its greatest extent, আনু. 1120. | |||||||||||||||
অবস্থা | সাম্রাজ্য | ||||||||||||||
রাজধানী | |||||||||||||||
প্রচলিত ভাষা | আমাজিগ ভাষা, আরবি, Mozarabic | ||||||||||||||
ধর্ম | ইসলাম (সুন্নি); সংখ্যালঘু খ্রিস্টান (রোমান ক্যাথলিক), ইহুদি | ||||||||||||||
সরকার | Hereditary monarchy | ||||||||||||||
Emir | |||||||||||||||
• 1040–1059 | Abdallah ibn Yasin | ||||||||||||||
• ১১৪৬–১১৪৭ | Ishaq ibn Ali | ||||||||||||||
ইতিহাস | |||||||||||||||
• প্রতিষ্ঠা | ১০৪০ | ||||||||||||||
• বিলুপ্ত | ১১৪৭ | ||||||||||||||
আয়তন | |||||||||||||||
১১২০ প্রায়[6] | ১০,০০,০০০ বর্গকিলোমিটার (৩,৯০,০০০ বর্গমাইল) | ||||||||||||||
মুদ্রা | মুরাবিতিন দিনার | ||||||||||||||
|
মুরাবিতুনরা আল-আন্দালুসের পতন ঠেকাতে গুরুত্বপূর্ণ ছিল আইবেরীয় খ্রিস্টান রাজ্য, যখন তারা ১০৮৬ সালে সাগরাজাসের যুদ্ধে কাস্তিলীয় এবং আরাগোনীয় সেনাবাহিনীর একটি জোটকে চূড়ান্তভাবে পরাজিত করেছিল।এটি তাদের ৩,০০০ কিলোমিটার (১,৯০০ মাইল) প্রসারিত একটি সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতে সক্ষম করেছিল উত্তর থেকে দক্ষিণ তাদের শাসকরা কখনই খলিফা উপাধি দাবি করেনি এবং বাগদাদে আব্বাসীয় খলিফাদের আধিপত্যকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করার সময় আমীর আল-মুসলিমীন ("মুসলিমদের নেতা") উপাধি গ্রহণ করেছিল। [12]যাইহোক, রাজবংশের শাসন অপেক্ষাকৃত স্বল্পস্থায়ী ছিল। মুরাবিতুনদের পতন ঘটে—তাদের ক্ষমতার উচ্চতায়—যখন তারা ইবনে তুমার্তের সূচিত মাসমুদা -নেতৃত্বাধীন বিদ্রোহ বন্ধ করতে ব্যর্থ হয়। ফলস্বরূপ, তাদের শেষ আমীর ইসহাক ইবনে আলি ১১৪৭ সালের এপ্রিলে আলমোহাদ খিলাফতের দ্বারা মারাকেশে নিহত হন, যা তাদের মরক্কো এবং আল-আন্দালুসে শাসক রাজবংশ হিসাবে প্রতিস্থাপিত হয়।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.