Loading AI tools
ভারতীয় রাজনীতিবিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আর. রামানাথান (আনু. ১৯৪৮ – ৩ ডিসেম্বর ২০১৯) ভারতের পুদুচেরির একজন রাজনীতিবিদ ছিলেন যিনি দ্রাবিড় মুনেত্র কড়গমের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি দুইবার পুডুচেরী বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
আর. রামনাথান | |
---|---|
পুদুচেরি বিধানসভা | |
কাজের মেয়াদ ১৯৮৫ – ১৯৯১ | |
পূর্বসূরী | এম. এ. শানমুগাম |
উত্তরসূরী | টি. থিয়াগারাজান |
নির্বাচনী এলাকা | কুরুভিনাথাম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আনু. ১৯৪৮ |
মৃত্যু | ৩ ডিসেম্বর ২০১৯ (বয়স ৭১) |
রাজনৈতিক দল | দ্রাবিড় মুনেত্র কড়গম |
আত্মীয়স্বজন | আর. রাধাকৃষ্ণাণ |
আর. রামানাথান ১৯৮৫ সালে কুরুভিনাথাম থেকে পুদুচেরি বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[১] ১৯৯০ সালে তিনি পুনরায় কুরুভিনাথাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হন।[২] তিনি আর. রাধাকৃষ্ণাণের পিতা যিনি পুডুচেরী বিধানসভার বিধায়ক ও লোকসভা সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আর. রামানাথান ২০১৯ সালের ৩ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সে প্রয়াত হন।[৩][৪]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.