আর্মি মেডিকেল কলেজ, বগুড়া (এএমসিবি) বাংলাদেশের বগুড়া জেলার একটি মেডিকেল কলেজ। এটি একটি সামরিক মেডিকেল কলেজ। বাংলাদেশ সরকার ২০১৪ সালে এটি প্রতিষ্ঠা করে। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দ্বারা পরিচালিত হয় ও এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কলেজ। বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল সৈন্যদলের মেজর জেনারেল কলেজের আদেশদানকারী। এতে এক ধরনের ছাত্র রয়েছে: আর্মি মেডিকেল কর্পস ক্যাডেট (এএমসি ক্যাডেট)।[১]

দ্রুত তথ্য নীতিবাক্য, বাংলায় নীতিবাক্য ...
আর্মি মেডিকেল কলেজ, বগুড়া
Thumb
নীতিবাক্য
Maker of Healers
বাংলায় নীতিবাক্য
নিরাময়কারীদের নির্মাতা
ধরনসামরিক মেডিকেল কলেজ
স্থাপিত২০১৪
ঠিকানা, ,
শিক্ষাঙ্গনবগুড়া সেনানিবাস
অধিভুক্তিবাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল
ওয়েবসাইটamcbogra.edu.bd
Thumb
বন্ধ

ইতিহাস

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ১৮ সেপ্টেম্বর ২০১৪ সালে মেডিকেল কলেজের নীতিগত অনুমোদন দেয়। কলেজটি আর্মি মেডিকেল কলেজ হিসেবে পরিচিত। অনুমোদন পাওয়ার পরদিন জাতীয় দৈনিকে ও দ্বিতীয় দিনে ওয়েবসাইটে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়। ১০ জানুয়ারি ২০১৫ সালে প্রধানমন্ত্রী এমবিবিএস ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কার্যক্রম উদ্বোধন করেন। কলেজটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত। এই চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রতিবৎসর ১০০ জন করে ছাত্র ভর্তি করানো হয়।[২][৩]

আরো দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.