Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আর্নেস্তো লাক্লাউ (স্পেনীয়: Ernesto Laclau; অক্টোবর ৬, ১৯৩৫ – এপ্রিল ১৩, ২০১৪) ছিলেন একজন আর্জেন্টাইন রাজনৈতিক তাত্ত্বিক। তাকে কখনো-কখনো উত্তর-মার্ক্সবাদী হিসেবে বর্ণনা করা হয়।
তিনি ইউনিভার্সিদাদ ন্যাচানাল ডি বুয়েন্স আয়ার্স (Universidad Nacional de Buenos Aires) হতে ১৯৬৪ সালে ইতিহাস বিষয়ে স্নাতক ডিগ্রি এবং ইউনিভার্সিটি অব এসেক্স (University of Essex) হতে ১৯৭৭ সালে পিএইচডি লাভ করেন। তিনি ১৯৮৬ সাল থেকে ইউনিভার্সিটি অব এসেক্সে রাষ্ট্রতত্ত্বের অধ্যাপক ছিলেন। এ-বিশ্ববিদ্যালয়ে তিনি ‘ভাববিদ্যা’ (Ideology) ও ‘বক্তৃতা বিশ্লেষণ’ (Discourse Analysis) প্রতিষ্ঠা করেন এবং মানবিক শাখা ও সামাজিক বিজ্ঞানের তাত্ত্বিক অধ্যয়নের জন্য কেন্দ্র চালু করেছেন। বহু বছর ধরে তিনি এ-বিষয়গুলোর উপর স্নাতক প্রোগ্রাম পরিচালনা করেছেন।
তার পরিচালনাধীন থাকা ভাববিদ্যা ও বক্তৃতা বিশ্লেষণ প্রোগ্রাম বাস্তব রাজনৈতিক পেনোমেনার (ব্যক্তিত্ব, বক্তৃতা ও হেজিমোনি) অভিনব পাঠ প্রকাশের লক্ষ্যে বক্তৃতা বিশ্লেষণের একটি স্বতন্ত্র ধরনের ক্রমবিকাশে উপযুক্ত গবেষণার (বিশেষ করে লাকাঁ, ফুকো, দেরিদা ও বার্থের উত্তর-কাঠামোবাদী তত্ত্বের) কাঠামো প্রদান করেছে। এই তাত্ত্বিক ও বিশ্লেষণী নির্দেশনা আজ ‘বক্তৃতা বিশ্লেষণের এসেক্স সম্প্রদায়’ (Essex School of discourse analysis) নামে পরিচিত।[1]
বহু বছর ধরে লাক্লাউ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পশ্চিম ইউরোপ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার অনেক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। খুব সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের সানি বাফেলো (SUNY Buffalo) ও নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে (Northwestern University) অধ্যাপনা করার সুযোগ পেয়েছেন।
চান্তাল মৌফি তার দীর্ঘ-সময়ের সহকর্মী ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১৪ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।[2][3]
লাক্লাউ ১৯৬৯ সাল পর্যন্ত অর্থাৎ ব্রিটিশ দার্শনিক এরিক হবসবাওম (Eric Hobsbawm) যখন তার অক্সফোর্ডে প্রবেশকে সমর্থন দিয়েছেন[4] তখন পর্যন্ত পিএসআইএন-এর (PSIN : Socialist Party of the National Left) সদস্য ছিলেন। তিনি পিএসআইএন-এর প্রতিষ্ঠাতা জর্জ আবেলার্দো রামোসের সাথে সম্পর্কচ্ছেদ করেছেন, যদিও তিনি ২০০৫ সালে ঘোষণা দিয়েছেন যে পরবর্তীতে নেতৃত্বে পরিবর্তন আসায় তিনি তার প্রশংসা করেননি।[4] একই সাক্ষাৎকারে তিনি বলেন যে, তিনি য্রিগোয়েনিস্তা (Yrigoyenista) পরিবার থেকে এসেছেন এবং এটাও উল্লেখ করেন. জাস্তোর (Justo) স্বৈরশাসনের ঘোরবিরোধী পেরোনিস্ট রাজনীতিক আর্তুরো জাউরেৎচি (Arturo Jauretche) তার পিতার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.