Loading AI tools
বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।[২] বেসরকারি পর্যায়ের এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটি বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে।[৩][৪] এই বিশ্ববিদ্যালয় চারটি অনুষদ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন ডিগ্রি ও প্রোগ্রাম পরিচালনা করে থাকে।[৫][৬]
নীতিবাক্য | ইংরেজি: Where leaders are created যেখানে নেতৃত্ব তৈরি করা হয় |
---|---|
ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ১৯৯৪ |
অধিভুক্তি | |
ইআইআইএন | ১৩৬৬৪৮ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | ড. সাইফুল ইসলাম |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৫০০+ ফুল-টাইম ডক্টরেট: ১২১ জন (২০২১-২০২২ পর্যন্ত)[১] |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ১০০+ |
শিক্ষার্থী | ৯,৬০৭ (২০২১-২০২২ পর্যন্ত)[১] |
স্নাতক | ৩৬,৯১১ (২০২২-২০২৩ পর্যন্ত)[১] |
স্নাতকোত্তর | ৩,৫০০+ |
ঠিকানা | ৪০৮/১ (পুরাতন কেএ ৬৬/১), কুড়াতলী, কুড়িল, খিলক্ষেত - ১২২৯ , , , ২৩°৪৯′১৯.৪″ উত্তর ৯০°২৫′৩৮.৮″ পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
ভাষা | ইংরেজি |
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান | আনোয়ারুল আবেদিন |
পোশাকের রঙ | গাঢ় নীল |
সংক্ষিপ্ত নাম | এআইইউবি |
ওয়েবসাইট | aiub.edu |
বিশ্ববিদ্যালয়টি ১৯৯৪ সালে ঢাকায় ড. আনোয়ারুল আবেদীন এবং ফিলিপাইনের আমা গ্রুপ অফ কোম্পানিজ এর আমা কম্পিউটার ইউনিভার্সিটির[৭] যৌথ বিনিয়োগে 'বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২' এর অধীনে প্রতিষ্ঠা করেন। পরবর্তিতে 'আমা গ্রুপ' এর আমা কম্পিউটার ইউনিভার্সিটি অংশিদারিত্ব ছেড়ে দিলে বিশ্ববিদ্যালয়টির নাম আমা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) হয়।[৮] এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্যাম্পাস ছিল মহাখালীতে, পরে তা বনানীতে স্থানান্তরিত হয়। ১৯৯৫ সাল থেকে রেগুলার কার্যক্রম ও ক্লাস শুরু হয়। ২০১৭ সালে, এআইইউবি তার স্থায়ী ক্যাম্পাস কুড়াতলী রোড, কুড়িল, খিলক্ষেত, ঢাকায় স্থানান্তরিত হয়। বিশ্ববিদ্যালয়টির বয়স বৃদ্ধির সাথে সাথে এটি প্রোগ্রামের সংখ্যা বৃদ্ধি করে এবং স্নাতকোত্তর ডিগ্রি চালু করে।[৯]
বিশ্ববিদ্যালয়টি ঢাকার কুড়াতলী, কুড়িলে অবস্থিত। প্রায় ১২ একর জমির উপরে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস অবস্থিত (বসুন্ধরা আবাসিক এলাকার পাশে)। প্রায় ১,৩০০,০০০ বর্গফুট এলাকা জুড়ে ক্যাম্পাসের বিভিন্ন ভবন রয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি একটি কাঁচে ঢাকা কেন্দ্রীয় গ্লোব আকৃতির ভবনের জন্য পরিচিত। বিভিন্ন ভবনে বিভিন্ন অণুষদ ও বিভিন্ন বিভাগ অবস্থিত।[১০][১১]
গাড় নীল | বিশ্ববিদ্যালয় |
উজ্জল নীল | বিজ্ঞান ও প্রযুক্তি অণুষদ |
কমলা | প্রকৌশল অণুষদ |
সবুজ | ব্যবসায় প্রশাসন অণুষদ |
লাল | মানবিক ও সমাজ বিজ্ঞান অণুষদ |
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৪ টি অণুষদের অধিনে ১৯ টি বিভাগ রয়েছে। এগুলো হলো -
বিশ্ববিদ্যালয়টিতে নিম্নে উল্লেখিত ল্যাবসমূহ রয়েছে
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্লোব আকৃতির সি বিল্ডিং-এ বিশ্ববিদ্যালয়ের আধুনিক লাইব্রেরি অবস্থিত। এখানে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে একসাথে ৫০০ জনেরও বেশি ছাত্রের পড়ার ব্যবস্থা আছে। এআইইউবি লাইব্রেরিতে রেফারেন্স ও জার্নালের একটি বিশাল সংগ্রহ রয়েছে। বর্তমানে লাইব্রেরিতে প্রায় ২৯,২৩১টি বিভিন্ন বিষয় এর উপর বই এবং ১৩২ টি অনলাইন জার্নাল রয়েছে। এছাড়াও লাইব্রেরিতে বিভিন্ন বিষয়ের উপর ৯১২ টি ভিডিও সিডির সংগ্রহ রয়েছে। লাইব্রেরী পরিচালনার জন্য এবং ব্যবহারকারীদের সুবিধার জন্য একটি কেন্দ্রীয় সফটওয়্যার সিস্টেম রয়েছে।
নানা অনুষ্ঠান আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গোছানো মিলনায়তন আছে। এতে শীতাতপ নিয়ন্ত্রক সহ আধুনিক সকল সুযোগ সুবিধা বিদ্যমান।
২০২৩ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে এই পর্যন্ত ২১টি সমাবর্তনে ৩৬,৯১১ জন স্নাতক ডিগ্রি লাভ করেছে।[২১][২২][২৩]
অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ওএসএ) সহ-শিক্ষা কার্যক্রম দেখাশোনা করে এআইইউবিতে। এই বিশ্ববিদ্যালয়ে সহ-শিক্ষা কার্যক্রম এর অংশ হিসেবে বেশ কিছু ক্লাব এবং সংগঠন রয়েছে। সেগুলো হলো:[২৪][২৫]
এআইইউবি এর সাথে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এবং সংস্থা এর সাথে সম্পর্ক এবং এফিলিয়েশন রয়েছে।
এছাড়াও, এআইউবি নিম্নলিখিত সংগঠনসমূহের সদস্যপদ ও সমঝোতা লাভ করেছে -
এআইইউবি হল বাংলাদেশের আটটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয় যারা এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (ACM ICPC) সর্বোচ্চ স্তরে অংশগ্রহণ করেছে যা সাধারণত এসিএম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল নামে পরিচিত। [৩১]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.