শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
আমিশাপাড়া ইউনিয়ন
নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
আমিশাপাড়া বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি উপজেলার একটি ইউনিয়ন।
Remove ads
Remove ads
আয়তন
আমিশাপাড়া ইউনিয়নের আয়তন ১৭.৪৮ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আমিশাপাড়া ইউনিয়নের জনসংখ্যা ৩২,২৪৪ জন।
অবস্থান ও সীমানা
সোনাইমুড়ি উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে আমিশাপাড়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে দেওটি ইউনিয়ন, পূর্বে সোনাপুর ইউনিয়ন ও বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন, দক্ষিণে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন এবং পশ্চিমে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
আমিশাপাড়া ইউনিয়ন সোনাইমুড়ি উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সোনাইমুড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৮নং নির্বাচনী এলাকা নোয়াখালী-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- আবিরপাড়া
- তথারখিল
- শোকরপুর
- আইছাপাড়া
- কৃষ্ণপুর
- আমিশাপাড়া
- আফুলশী
- বাচাইরগাঁও
- বাশুকীপাড়া
- বটগ্রাম
- বিহির গাঁও
- ভদ্রগ্রাও
- বড় গোবিন্দপুর
- ধানুপুর
- কাজীরখিল
- মানিক্যনগর
- বারাহীনগর
- কেশরখিল
- বড়পাড়া
- নারায়ণ ভট্ট
- নোয়া রাজারামপুর
- সানারবাগ
- পদিপাড়া
- পানিয়াশালা
- সাতঘরিয়া
- কংসনগর
- নাওড়ী
- দক্ষিণ কাইচেরবাগ
- নোয়াগাঁও
- পশ্চিম কেশবপুর
Remove ads
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আমিশাপাড়া ইউনিয়নের স্বাক্ষরতার হার ৬৮.২%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ এবং ১৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
কলেজ[২]
- খলিলুর রহমান ডিগ্রি কলেজ
প্রাথমিক বিদ্যালয়[৩]
- দক্ষিণ আবির পাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর পদিপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব কৃষ্ণপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- মানিক্যনগর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- নোয়া রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কৃষ্ণপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আমিশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাচাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আইছাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আবিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোবিন্দপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কেশারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিহিরগাঁও জনকল্যাণ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বারাহীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাজীরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তথারখিল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর পদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
Remove ads
যোগাযোগ ব্যবস্থা
সোনাইমুড়ী উপজেলা হতে সিএনজি অথবা অটোরিকশা যোগে দীঘির জান থেকে সোনাপুর ইউনিয়ন হয়ে সহজেই ইউপি কমপ্লেক্সে আসা যায়।
খাল ও নদী
খাল ও নদীর তালিকা[৪]
- কামাল দিঘী আমিশাপাড়া খাল
- মহেন্দ্র খাল
- ভালুয়া-চৌমুহনী সংযোগ খাল
- পদিপাড়া কাচিহাটা খাল
হাট-বাজার
হাট-বাজারের তালিকা[৫]
- আমিশাপাড়া বাজার
- তালতলা বাজার
- পদিপাড়া বাজার
- আবিরপাড়া বাজার
- ঈদগাহ আমিন বাজার
- কাজীরখিল বাজার
দর্শনীয় স্থান
- বারাহীদেবীর মন্দির
- [৬]উত্তর পদিপাড়া
জনপ্রতিনিধি
বর্তমান পরিষদ[৭]
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads