Loading AI tools
বাঙালি রাজনীতিবিদ এবং পূর্ব পাকিস্তানের গভর্নর (১৮৯৫–১৯৬৫) উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আমিরুদ্দিন আহমদ একজন বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন।[1] তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন।
আমিরউদ্দীন আহমদ | |
---|---|
পূর্ব বাংলার গভর্নর (পরবর্তীতে পূর্ব পাকিস্তানের) | |
কাজের মেয়াদ ১৪ জুন ১৯৫৫ – ৯ মার্চ ১৯৫৬ | |
পূর্বসূরী | মুহাম্মদ শাহাবউদ্দিন |
উত্তরসূরী | আবুল কাশেম ফজলুল হক |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২২ ডিসেম্বর ১৮৯৫ |
মৃত্যু | ১৯ জানুয়ারি ১৯৬৫ |
আমিরুদ্দিন আহমদ ২২ ডিসেম্বর ১৮৯৫ সালে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। ১ এপ্রিল ১৯৪২ সালে তিনি বাংলার উপ-আইনি স্মরণক হিসাবে যোগদান করেন।[2]
আমিরুদ্দিন আহমদ জানুয়ারি ১৯৪৭ সালে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারকের পদে উন্নীত হন। দেশ বিভাগের পরে তিনি পূর্ব পাকিস্তানে চলে আসেন। ১৫ আগস্ট ১৯৫৭সালে ঢাকা হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হায়দ্রাবাদের রাওয়ালপিন্ডি ষড়যন্ত্র ট্রাইব্যুনালে বিচারক ছিলেন।[3] ১০ নভেম্বর ১৯৫৩ সালে তাকে সীমানা কমিশনের চেয়ারম্যান করা হয়। ২২ সেপ্টেম্বর ১৯৫৪ সালে তাকে ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়। ১৪ জুন ১৯৫৫ সালে তিনি পূর্ব বাংলার ভারপ্রাপ্ত রাজ্যপাল নিযুক্ত হন। ৯ মার্চ ১৯৫৬ সালে তিনি পাকিস্তানের ফেডারেল কোর্টে বিচারক নিযুক্ত হন।[2][4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.