আমডাঙা বিধানসভা কেন্দ্র

পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

আমডাঙা বিধানসভা কেন্দ্রmap

আমডাঙা (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র

দ্রুত তথ্য আমডাঙা, দেশ ...
আমডাঙা
বিধানসভা কেন্দ্র
Thumb
আমডাঙা
Thumb
আমডাঙা
পশ্চিমবঙ্গ
স্থানাঙ্ক: ২২°৪৯′ উত্তর ৮৮°৩১′ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাউত্তর চব্বিশ পরগনা
কেন্দ্র নং.১০২
আসনখোলা
লোকসভা কেন্দ্র১৫.ব্যারাকপুর
নির্বাচনী বছর১৭৭,৫১৫ (২০১১)
বন্ধ

এলাকা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ১০২ নং আমডাঙা বিধানসভা কেন্দ্রটি আমডাঙা সমষ্টি উন্নয়ন ব্লক এবং দত্তপুকুর-১, দত্তপুকুর-২ এবং কাশিমপুর গ্রাম-পঞ্চায়েত গুলি বারাসাত-১ সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[]

আমডাঙা বিধানসভা কেন্দ্রটি ১৫ নং ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এর অন্তর্গত।[]

বিধানসভার বিধায়ক

আরও তথ্য নির্বাচন বছর, কেন্দ্র ...
নির্বাচন
বছর
কেন্দ্রবিধায়করাজনৈতিক দল
১৯৭৭আমডাঙাহাসিম আব্দুল হালিমভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[]
১৯৮২হাসিম আব্দুল হালিমভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[]
১৯৮৭হাসিম আব্দুল হালিমভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[]
১৯৯১হাসিম আব্দুল হালিমভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) []
১৯৯৬হাসিম আব্দুল হালিমভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) []
২০০১হাসিম আব্দুল হালিমভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) []
২০০৬আব্দুস সাত্তারভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) []
২০১১রফিকার রহমানসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[]
বন্ধ

নির্বাচনী ফলাফল

২০১১

২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের রফিকার রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর আব্দুস সাত্তারকে পরাজিত করেন।

আরও তথ্য দল, প্রার্থী ...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১:আমডাঙা কেন্দ্র [][১০]
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল রফিকার রহমান ৮৭,১৬২ ৫৩.৭৯ +৬.৩০#
সিপিআই(এম) আব্দুস সাত্তার ৬৫,৬০৫ ৪০.৪৮ -৬.৯৩
বিজেপি জয়দেব ঘোষ ৪,৬৩৩ ২.৮৬
পার্টি অফ ডেমোক্রেটিক সোশ্যালিজম (ইন্ডিয়া) মোতিয়ার রহমান বিশ্বাস ২,৭৬৭
বিএসপি ডা. অশোক কুমার গোলদার ১,৮৮৫
ভোটার উপস্থিতি ১,৬২,০৫২ ৯১.২৯
সিপিআই(এম) থেকে তৃণমূল অর্জন করেছে সুইং ১৩.৪৩#
বন্ধ

১৯৭৭-২০০৬

২০০৬ সালের বিধানসভা নির্বাচনে,[] সিপিআই (এম) -এর আব্দুস সাত্তার আমডাঙা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের রফিকার রহমানকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। সিপিআই (এম) -এর হাশিম আব্দুল হালিম ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের ডা. এম নূরুজ্জামানকে পরাজিত করেন,[] ১৯৯৬ সালে কংগ্রেসের এমডি. রফিকুল ইসলামকে,[] ১৯৯১ সালে কংগ্রেসের ইদ্রিস আলীকে,[] ১৯৮৭ সালে কংগ্রেসের অশোক কৃষ্ণ দত্তকে,[] ১৯৮২ সালে আইইউএমএলের সি.এফ.আলিকে[] এবং ১৯৭৭ সালে জনতা পার্টির মীরা দত্তকে পরাজিত করেন।[][১১] এর আগে আমডাঙা কেন্দ্রটি বিদ্যমান ছিল না।

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.