Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আবু সোলায়মান চৌধুরী একজন মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের সাবেক মন্ত্রিপরিষদ সচিব ছিলেন।[১][২]
আবু সোলায়মান চৌধুরী | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ইউনাইটেড হাসপাতাল, ঢাকা |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | সরকারি কর্মকর্তা |
পরিচিতির কারণ | মন্ত্রিপরিষদ সচিব |
আবু সোলায়মান চৌধুরী ১৯৭৩ সালে বাংলাদেশ সরকারের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।[২] তিনি কর্মজীবনে ঢাকা ও পাবনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া, তিনি ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও মন্ত্রিপরিষদ সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।[১][২] মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে তিনি মতিউর রহমানের সমাধি পাকিস্তান থেকে বাংলাদেশে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।[২] এছাড়া, তিনি বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশন ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[২] ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাথেও যুক্ত ছিলেন তিনি।[৩][৪] আবু সোলায়মান চৌধুরী ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।[১][৫][৬]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.