আবু উমামাহ আল-বাহিলি

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

আবু উমামাহ বা সুদাই ইবনে আজলান ইবন ওয়াহহাব বা আবু উমামাহ আল-বাহিলি (৭০০ খ্রিঃ, সিরিয়া) ছিলেন মুহাম্মাদ -এর একজন সাহাবী।

জন্ম ও পরিচয়

আবু উমামা একজন বিশিষ্ট হাদিস বর্ণনাকারী সাহাবা। যিনি মুহাম্মাদ এর মৃত্যু পরবর্তী সময়ে সিরিয়াতে স্থানান্তর হয়ে এবং সেখানে স্থায়ী বাসিন্দা হয়েছিলেন। তিনি আলী -এর সাথে সিফফিনের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং সিরিয়াতে স্থায়ী হন। সহিহ বুখারি ও মুসলিমের ২৫০ টি হাদিসের সাথে তার সংযুক্ততা পাওয়া যায়।

মৃত্যু

আবু উমামা ৮১ হিজরিতে ৭০০ খ্রিষ্টাব্দে সিরিয়ার হোমস নগরীতে মৃত্যু বরণ করেন। তিনি সিরিয়াতে মৃত্যুবরণকারী শেষ সাহাবী ছিলেন।

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.