২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার প্রণয়ধর্মী হাস্যরাত্মক চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আবার বসন্ত বিলাপ ২০১৮ সালের বাংলা ভাষার রোমান্টিক কমেডি চলচ্চিত্র। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন রাজেশ দত্ত ও ইপ্সিতা রায় সরকার এবং ইন্দ্রজিৎ রায় সরকার ও মহুয়া দত্ত ছবিটি প্রযোজনা করেছেন।[১] ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মুনমুন সেন, বিহু মুখার্জি এবং মীর আফসার আলী বিহু মুখার্জি এবং সত্যহরি মণ্ডল।[২][৩] ২০১৮ সালের ১৮ জুলাই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তিপায়।
Seamless Wikipedia browsing. On steroids.