আবার বসন্ত বিলাপ
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার প্রণয়ধর্মী হাস্যরাত্মক চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আবার বসন্ত বিলাপ ২০১৮ সালের বাংলা ভাষার রোমান্টিক কমেডি চলচ্চিত্র। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন রাজেশ দত্ত ও ইপ্সিতা রায় সরকার এবং ইন্দ্রজিৎ রায় সরকার ও মহুয়া দত্ত ছবিটি প্রযোজনা করেছেন।[১] ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মুনমুন সেন, বিহু মুখার্জি এবং মীর আফসার আলী বিহু মুখার্জি এবং সত্যহরি মণ্ডল।[২][৩] ২০১৮ সালের ১৮ জুলাই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তিপায়।
অভিনয়ে
- পরাণ বন্দ্যোপাধ্যায়[২]
- খরাজ মুখোপাধ্যায়[৪]
- মুনমুন সেন[২]
- বিহু মুখার্জি[৪]
- মীর আফসার আলী
- সত্যহরি মন্ডল[৫]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.