Loading AI tools
পাকিস্তানি ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আবরার আহমেদ (পশতু: ابرار احمد; জন্ম: ১৬ অক্টোবর, ১৯৯৮) হলেন একজন পাকিস্তানি ক্রিকেটার ও লেগ স্পিন বোলার।[3] আববারকে ২০২২ সালের ডিসেম্বর মাসে ইংল্যান্ড দলের পাকিস্তান সফরের সময় তাকে পাকিস্তান দলে ডাকা হয়।[4][5] ৯ ডিসেম্বর মুলতানে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে তার অভিষেক ঘটে এবং অভিষেক খেলাতেই তিনি ১১ উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড করেন। সেই টেস্টের প্রথম ইনিংসে ১১৪ রানে ৭ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট শিকার করে এক ম্যাচে মোট ১১ উইকেট নেন।[6][7][8] ব্যক্তি জীবনে আবরার একজন কুরআনের হাফেজ এবং তিনি কুরআনের ত্রিশ পারা মুখস্থ করেছেন।[9]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | করাচি, সিন্ধু, পাকিস্তান | ১৬ অক্টোবর ১৯৯৮
ডাকনাম | হ্যারি পটার[1] |
উচ্চতা | ৬ ফিট[2] |
ব্যাটিংয়ের ধরন | ডান হাতি |
বোলিংয়ের ধরন | লেগ স্পিন |
ভূমিকা | বোলার |
আন্তর্জাতিক তথ্য | |
জাতীয় দল | |
টেস্ট অভিষেক (ক্যাপ ২৫২) | ০৯ ডিসেম্বর ২০২২ বনাম ইংল্যান্ড |
ঘরোয়া দলের তথ্য | |
বছর | দল |
২০১৭, ২০১৯ | করাচি কিংস |
২০১৭ | করাচি হোয়াইটস |
২০২০–২১ | সিন্ধ |
উৎস: Cricinfo, ৯ ডিসেম্বর, ২০২২ |
আবরার করাচিতে জন্মগ্রহণ করেন এবং তিনি আট ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট (পাঁচ ভাই ও তিন বোন)। তার ভাই শাহজাদ খান এর আগে ন্যাশনাল ব্যাঙ্কের হয়ে ফাস্ট বোলার হিসেবে খেলেন। আবরার একজন কুরআনের হাফিজ এবং তিনি পুরো কোরান মুখস্থ করেছেন।[9] তিনি জাতিগত একজন পশতুন। তার পরিবার খাইবার পাখতুনখোয়ার মনসেহরার উপকণ্ঠে অবস্থিত একটি ছোট গ্রাম শিনকিয়ারি থেকে করাচিতে চলে আসে। আবরার সেখানেই বেড়ে ওঠেন এবং ক্রিকেট শেখেন।[10]
২০১৭ সালে রশিদ লতিফ একাডেমির দল করাচি কিংসের হয়ে ২০১৭ পাকিস্তান সুপার লিগে ১০ ই ফেব্রুয়ারি তার টি-টোয়েন্টি অভিষেক হয়।[11] ২০২০ সালের ২০ নভেম্বর মাসে তিনি সিন্ধুর হয়ে ২০২০-১১ কায়েদ-ই-আজম ট্রফিতে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক ঘটান।[12] ২০২১ সালের অক্টোবরে শ্রীলঙ্কা সফরের জন্য তাকে পাকিস্তান শাহিনস স্কোয়াডে রাখা হয়েছিল।[13] ২০২১ তিনি ১১ নভেম্বর তিনি শ্রীলঙ্কা এ ক্রিকেট দলের বিপক্ষে পাকিস্তান শাহিনদের হয়ে লিস্ট এ ক্রিকেটে অভিষেক করেন।[14]
২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের ২য় টেস্টে পাকিস্তানের হয়ে তার টেস্টে অভিষেক হয়। তিনি প্রথম পাকিস্তানি বোলার হিসেবে রেকর্ডভুক্ত হন, যিনি টেস্ট অভিষেকের প্রথম সেশনেই ৫ উইকেট শিকার করেন এবং প্রথম ইনিংসে ১১৪ রানে ৭ এবং দ্বিতীয়টিতে ১২০ রানে ৪ উইকেট নেন।[15][16] এছাড়া তিনি ত্রয়োদশ পাকিস্তানি বোলার হিসেবে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট শিকার করেন।[15]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.