Loading AI tools
ফরাসি-তিউনিসীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, ও অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আবদুল্লাতিফ কাশিশ (আরবি: عبد اللطيف كشيش, ফরাসি: Abdellatif Kechiche) (জন্ম: ৭ই ডিসেম্বর, ১৯৬০) একজন তিউনিসীয়-ফরাসি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তার জন্ম তিউনিসিয়ার রাজধানী তিউনিসে হলেও মাত্র ৬ বছর বয়সে বাবা-মা'র সাথে ফ্রান্সের নিস শহরে চলে আসেন। চলচ্চিত্র নির্মাণ শুরু করেছিলেন ২০০০ সালের La Faute à Voltaire এর মাধ্যমে। পরবর্তীতে ২০০৮ সালে L'Esquive সিনেমার জন্য ফ্রান্সের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার সেজার দু সিনেমা (সেজার অ্যাওয়ার্ড) লাভ করেন। তবে এখন পর্যন্ত তার সবচেয়ে বড় সফলতা ২০১৩ সালের কান চলচ্চিত্র উৎসবে La Vie d'Adèle সিনেমার জন্য পালমে দোর অর্জন।[1]
বছর | আসল নাম | ইংরেজি নাম | ভূমিকা | আইএমডিবি রেটিং[2] |
---|---|---|---|---|
২০০০ | La Faute à Voltaire | Blame it on Voltaire | পরিচালক | ৬.৮০ |
২০০৩ | L'Esquive | Games of Love and Chance | পরিচালক, চিত্রনাট্যকার | ৬.৮০ |
২০০৭ | La graine et le mulet | The Secret of the Grain | পরিচালক, চিত্রনাট্যকার | ৭.২৯ |
২০১০ | Vénus noire | Black Venus | পরিচালক, চিত্রনাট্যকার | ৬.৭১ |
২০১৩ | La Vie d'Adèle – Chapitre 1 & 2 | Blue Is the Warmest Colour | পরিচালক | ৬.৬২ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.