উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আফজালাবাদ রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। আনুমানিক ১৯৫৬ সালে নির্মিত প্রায় ৩৫ কিমি দীর্ঘ সিলেট–ছাতক বাজার রেলপথের অন্যতম স্টেশন এটি।[২][৩] ২০১০ সালে জনবল সংকটের কারণে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়,[৪] এবং ২০১৮ সাল অব্দি স্টেশনটি এখনও বন্ধ রয়েছে।[২]
আফজালাবাদ রেলওয়ে স্টেশন | |
---|---|
অবস্থান | ছাতক উপজেলা, সুনামগঞ্জ জেলা সিলেট বিভাগ বাংলাদেশ |
উচ্চতা | ১৫ মিটার[১] |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে [১] |
লাইন | আখাউড়া-কুলাউড়া-ছাতক রেলপথ |
দূরত্ব |
|
ট্রেন পরিচালক | বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল |
অন্য তথ্য | |
অবস্থা | বন্ধ (২০১৮ সাল অব্দি) |
স্টেশন কোড | AZD[১] |
ইতিহাস | |
বন্ধ হয় | ২০১০ |
অবস্থান | |
Seamless Wikipedia browsing. On steroids.