Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আফগানিস্তানের জাতীয় প্রতীক হলো আফগানিস্তানের আনুষ্ঠানিক প্রতীক।
আর্মিজার | আফগানিস্তান ইস্লামী আমিরাত[ক] |
---|---|
গৃহীত | ২০২১[১] |
সহায়তাকারী | দুইটি তলোয়ার, গমের দুটি শিল এবং একটি গিয়ার |
নীতিবাক্য | আরবি ও পশতু: لا إله إلا الله محمد رسول الله - ١٤١٥,١,١٥هـ ت - د افغانستان اسلامي امارت "আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ(সঃ) আল্লাহর রাসুল - 15-1-1415A.H.Q[খ] - Islamic Emirate of Afghanistan" |
আফগানিস্তানের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দ্বারা ব্যবহৃত প্রতীকটির ২০১৩ অবতারের শীর্ষে আরবি ভাষায় শাহাদার শিলালিপি রয়েছে। এটির নিচে একটি মিহরাব এবং মিম্বর বা মিম্বর সহ একটি মসজিদের চিত্র রয়েছে।[২] মসজিদের সাথে সংযুক্ত দুটি পতাকা, আফগানিস্তানের পতাকার প্রতীকী হিসেবে দাঁড়ানো। মসজিদের নিচে দেশের নাম লেখা একটি শিলালিপি রয়েছে। মসজিদের চারপাশে গমের শিল, এবং তার নিচে আছে সৌর হিজরি ১২৯৮ ( গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ১৯১৯), যে বছর আফগানিস্তান ব্রিটিশ প্রভাব থেকে স্বাধীনতা লাভ করে।
১৫ আগস্ট ২০২১-এ তালেবান বাহিনীর হাতে কাবুলের পতনের পর, প্রতীকটির বর্তমান অবস্থা বিরোধের মধ্যে রয়েছে কারণ দেশটি আফগানিস্তানের দে ফাক্তো ইসলামিক আমিরাত এবং আফগানিস্তানের দে জুরি ইসলামিক প্রজাতন্ত্রের মধ্যে বিরোধপূর্ণ অবস্থায় আছে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.