Loading AI tools
ইতালীয় ফুটবলার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আন্দ্রেয়া পিরলো (জন্ম ১৯ মে ১৯৭৯), একজন ইতালীয় পেশাদার ফুটবলার যিনি সিরি এ-এর ক্লাব জুভেন্টাস এবং ইতালীয় জাতীয় দলের হয়ে খেলেন। তিনি জুভেন্টাস এবং ইতালি উভয় দলের হয়েই মূলত ডিপ-লায়িং প্লেমেকার হিসেবে খেলেন এবং তাকে তার অবস্থানের খেলোয়াড়দের আদর্শ হিসেবে গণ্য করা হয়।[3] খেলার কৌশল, বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং, অবিশ্বাস্য দৃষ্টি, সৃজনশীলতা এবং নির্ভুল পাসিং দক্ষতার জন্য তিনি সুপরিচিত। এছাড়া তিনি একজন সেট-পিস বিশেষজ্ঞ এবং দূর থেকে শুটিং ও পাসিং-এ দারুণভাবে দক্ষ।[4][5] তার সতীর্থ ইতালীয় খেলোয়াড়রা তার লম্বা পাস এবং দ্রুত গোল করার সুযোগ তৈরি করে দেয়ার জন্য তার নাম দিয়েছেন “এল’আর্কিতেত্তো” (l'architetto; বাংলা: নির্মাতা)।[6] এছাড়া জুভেন্টাসের সমর্থকরা তাকে ইল প্রফেসর (il professore; বাংলা: প্রফেসর) নামেও ডেকে থাকে।[7]
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | আন্দ্রেয়া পিরলো[1] | ||||||||||||||||
জন্ম | ১৯ মে ১৯৭৯ | ||||||||||||||||
জন্ম স্থান | ফ্লেরো, লম্বারদি, ইতালি | ||||||||||||||||
উচ্চতা | ১.৭৭ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি)[2] | ||||||||||||||||
মাঠে অবস্থান | মিডফিল্ডার | ||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||
১৯৯৪–১৯৯৫ | ব্রেস্কিয়া | ||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||
১৯৯৫–১৯৯৮ | ব্রেস্কিয়া | ৪৭ | (৬) | ||||||||||||||
১৯৯৮–২০০১ | ইন্টারন্যাজিওনালে | ২২ | (০) | ||||||||||||||
১৯৯৯–২০০০ | → রেগিনা (ধার) | ২৮ | (৬) | ||||||||||||||
২০০১ | → ব্রেস্কিয়া (ধার) | ১০ | (০) | ||||||||||||||
২০০১–২০১১ | মিলান | ২৮৪ | (৩২) | ||||||||||||||
২০১১–২০১৫ | জুভেন্টাস | ১১৯ | (১৬) | ||||||||||||||
জাতীয় দল | |||||||||||||||||
১৯৯৮–২০০২ | ইতালি অনূর্ধ্ব ২১ | ৩৭ | (১৫) | ||||||||||||||
২০০০–২০০৪ | ইতালি অলিম্পিক | ৯ | (১) | ||||||||||||||
২০০২–২০১৫ | ইতালি | ১১৬ | (১৩) | ||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.