আন্তর্জাতিক হকি ফেডারেশন
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আন্তর্জাতিক হকি ফেডারেশন হল আন্তর্জাতিক ফিল্ড হকি ও ইনডোর হকি নিয়ন্ত্রণকারী সংস্থা, যা সাধারণত নামের সংক্ষিপ্ত রুপ এফআইএইচ হিসাবে সর্বাধিক পরিচিত। এর সদরদপ্তর সুইজারল্যান্ডের লোজানে অবস্থিত এবং বর্তমান সভাপতি লিয়েন্দ্র নেগরে। এফআইএইচ এর দায়িত্ব হচ্ছে প্রধান প্রধান আন্তর্জাতিক হকি প্রতিযোগিতার আয়োজন, বিশেষ করে হকি বিশ্বকাপ।
সংক্ষেপে | FIH |
---|---|
নীতিবাক্য | FairPlay Friendship Forever |
গঠিত | ৭ জানুয়ারি ১৯২৪ |
ধরন | জাতীয় সংস্থাসমূহের ফেডারেশন |
সদরদপ্তর | লোজান, সুইজারল্যান্ড |
যে অঞ্চলে কাজ করে | বিশ্বজুড়ে |
সদস্যপদ | ১২৮টি জাতীয় অ্যাসোসিয়েশন |
দাপ্তরিক ভাষা | ইংরেজি, ফরাসি[1] |
প্রেসিডেন্ট | লিয়ান্দ্রো নেগ্রে |
সম্পৃক্ত সংগঠন | আন্তর্জাতিক অলিম্পিক কমিটি |
ওয়েবসাইট | www.FIH.ch |
১৯২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকিকে অন্তর্ভুক্ত করার প্রতিক্রিয়া হিসাবে ১৯২৪ সালের ৭ জানুয়ারি পাউল লেটে কর্তৃক প্যারিসে আন্তর্জাতিক হকি ফেডারেশন প্রতিষ্ঠিত হয়, পাউল হকি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এর প্রতিষ্ঠাতা সদস্য দেশ ছিল ৭টি, তা হল : অস্ট্রিয়া, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, ফ্রান্স, হাঙ্গেরি, স্পেন ও সুইজারল্যান্ড।
১৯৮২ সালের, আন্তর্জাতিক হকি ফেডারেশনের সাথে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব উইমেন্স হকি অ্যাসোসিয়েশনকে (IFWHA) একীভূত করা হয়, যা ১৯২৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদস্য ছিল অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েলস।
পাঁচটি কনফেডারেশন সহ সর্বমোট ১২৮টি অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক হকি ফেডারেশনের স্বীকৃতি প্রাপ্ত সদস্য।
Seamless Wikipedia browsing. On steroids.