আনন্দ (১৯৭১-এর চলচ্চিত্র)

১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চ্চন অভিনীত চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

আনন্দ (১৯৭১-এর চলচ্চিত্র)

আনন্দ (হিন্দি: आनंद; ইংরেজি: Anand; উর্দু: آنند) ১৯৭১ সালে মুক্তি পাওয়া একটি হিন্দি ভাষার ভারতীয় চলচ্চিত্র। এই চলচ্চিত্রটির কাহিনীকার ও পরিচালক হৃষিকেশ মুখার্জী এবং এতে রাজেশ খান্নাঅমিতাভ বচ্চন অভিনয় করেন, যেখানে রাজেশ খান্না ছিলেন ছবিটির নাম ভূমিকায়। চলচ্চিত্রটি ১৯৭২ সালে শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার-সহ একাধিক পুরস্কার অর্জন করে। অনুপমা চোপড়া তার ২০১৩ সালে প্রকাশিত "ওয়ান হানড্রেড ফিল্মস টু সি বিফোর ইউ ডাই" বইয়ে এই চলচ্চিত্রটি অন্তর্ভুক্ত করেন।[১] চলচ্চিত্রটি বক্স অফিসে সেমি-হিট হয়।[২] কিন্তু মুক্তির পর এটি কাল্ট তকমা লাভ করে এবং অন্যতম সেরা হিন্দি চলচ্চিত্র বলে বিবেচিত হয়। ইন্ডিয়াটাইমস ছবিটিকে "২৫ অবশ্যই দর্শনীয় বলিউড চলচ্চিত্র" তালিকায় অন্তর্ভুক্ত করে।[৩]

দ্রুত তথ্য আনন্দ, পরিচালক ...
আনন্দ
Thumb
পোস্টার
পরিচালকহৃষিকেশ মুখার্জী
প্রযোজকহৃষিকেশ মুখার্জী
এনসি সিপ্পি
রচয়িতাবিমল দত্ত
গুলজার
ডি.এন. মুখার্জী
হৃষিকেশ মুখার্জী
বীরেন ত্রিপেটী
শ্রেষ্ঠাংশেরাজেশ খান্না
অমিতাভ বচ্চন
সুরকারসলিল চৌধুরী
চিত্রগ্রাহকজয়ন্ত পাহাড়ী
সম্পাদকহৃষিকেশ মুখার্জী
পরিবেশকডিজিটাল এন্টারটেইনমেন্ট
সিমারো ভিডিও প্রা. লি.
মুক্তি৫ মার্চ ১৯৭১
স্থিতিকাল১২৩ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
বন্ধ

রাজেশ খান্নাঅমিতাভ বচ্চন একত্রে অভিনীত মাত্র দুটি চলচ্চিত্রের মধ্যে এটি একটি, অন্যটি ১৯৭৩ সালের নমক হারাম, সেটিও পরিচালনা করেন হৃষিকেশ মুখার্জী[৪][৫][৬]

চরিত্রসমূহ

সঙ্গীত

দ্রুত তথ্য আনন্দ, সলিল চৌধুরী কর্তৃক সাউন্ডট্রাক to Anand ...
আনন্দ
কর্তৃক সাউন্ডট্রাক to Anand
মুক্তির তারিখ১৯৭১
ভাষাহিন্দি
সঙ্গীত প্রকাশনীসারেগামা
সলিল চৌধুরী কালক্রম
মেরে আপনে
(১৯৭১)
আনন্দ
(১৯৭১)
সবসে বড়া সুখ
(১৯৭১)
বন্ধ

এই চলচ্চিত্রটির সঙ্গীতের দায়িত্বে ছিলেন সলিল চৌধুরী। গানের কথা লিখেছিলেন গুলজারযোগেশ। চলচ্চিত্রটিতে অমিতাভ বচ্চন "মওত্ তো এক কবিতা হ্যায়" শিরোনামে একটি কবিতা আবৃত্তি করেন যা লিখেছিলেন গুলজার

আরও তথ্য গান, গায়ক ...
গান গায়ক গীতিকার
যিনদেগী ক্যাইসি হ্যা প্যাহলি মান্না দে যোগেশ
কাহিন দুর যাব দিন ঢাল যায়্যা মুকেশ যোগেশ
ম্যাইনে তেরি লিয়ে হি সাথ রং কি স্বপনে মুকেশ গুলজার
না যায়্যা লাগ না লতা মঙ্গেশকর গুলজার
বন্ধ

পুরস্কার ও সম্মননা

আরও তথ্য বছর, পুরস্কার ...
বছর পুরস্কার বিভাগ মনোনীত) ফলাফল
১৯৭১ ১৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হৃষিকেশ মুখোপাধ্যায়এন. সি. সিপ্পি বিজয়ী
১৯৭২ বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা (হিন্দি) রাজেশ খান্না বিজয়ী
১৮তম ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র হৃষিকেশ মুখোপাধ্যায় ও এন. সি. সিপ্পি বিজয়ী
শ্রেষ্ঠ পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায় মনোনীত
শ্রেষ্ঠ কাহিনি বিজয়ী
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা বিজয়ী
শ্রেষ্ঠ অভিনেতা রাজেশ খান্না বিজয়ী
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা অমিতাভ বচ্চন বিজয়ী
শ্রেষ্ঠ সংলাপ গুলজার বিজয়ী
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.