Loading AI tools
১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চ্চন অভিনীত চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আনন্দ (হিন্দি: आनंद; ইংরেজি: Anand; উর্দু: آنند) ১৯৭১ সালে মুক্তি পাওয়া একটি হিন্দি ভাষার ভারতীয় চলচ্চিত্র। এই চলচ্চিত্রটির কাহিনীকার ও পরিচালক হৃষিকেশ মুখার্জী এবং এতে রাজেশ খান্না ও অমিতাভ বচ্চন অভিনয় করেন, যেখানে রাজেশ খান্না ছিলেন ছবিটির নাম ভূমিকায়। চলচ্চিত্রটি ১৯৭২ সালে শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার-সহ একাধিক পুরস্কার অর্জন করে। অনুপমা চোপড়া তার ২০১৩ সালে প্রকাশিত "ওয়ান হানড্রেড ফিল্মস টু সি বিফোর ইউ ডাই" বইয়ে এই চলচ্চিত্রটি অন্তর্ভুক্ত করেন।[১] চলচ্চিত্রটি বক্স অফিসে সেমি-হিট হয়।[২] কিন্তু মুক্তির পর এটি কাল্ট তকমা লাভ করে এবং অন্যতম সেরা হিন্দি চলচ্চিত্র বলে বিবেচিত হয়। ইন্ডিয়াটাইমস ছবিটিকে "২৫ অবশ্যই দর্শনীয় বলিউড চলচ্চিত্র" তালিকায় অন্তর্ভুক্ত করে।[৩]
আনন্দ | |
---|---|
পরিচালক | হৃষিকেশ মুখার্জী |
প্রযোজক | হৃষিকেশ মুখার্জী এনসি সিপ্পি |
রচয়িতা | বিমল দত্ত গুলজার ডি.এন. মুখার্জী হৃষিকেশ মুখার্জী বীরেন ত্রিপেটী |
শ্রেষ্ঠাংশে | রাজেশ খান্না অমিতাভ বচ্চন |
সুরকার | সলিল চৌধুরী |
চিত্রগ্রাহক | জয়ন্ত পাহাড়ী |
সম্পাদক | হৃষিকেশ মুখার্জী |
পরিবেশক | ডিজিটাল এন্টারটেইনমেন্ট সিমারো ভিডিও প্রা. লি. |
মুক্তি | ৫ মার্চ ১৯৭১ |
স্থিতিকাল | ১২৩ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
রাজেশ খান্না ও অমিতাভ বচ্চন একত্রে অভিনীত মাত্র দুটি চলচ্চিত্রের মধ্যে এটি একটি, অন্যটি ১৯৭৩ সালের নমক হারাম, সেটিও পরিচালনা করেন হৃষিকেশ মুখার্জী।[৪][৫][৬]
আনন্দ | ||||
---|---|---|---|---|
কর্তৃক সাউন্ডট্রাক to Anand | ||||
মুক্তির তারিখ | ১৯৭১ | |||
ভাষা | হিন্দি | |||
সঙ্গীত প্রকাশনী | সারেগামা | |||
সলিল চৌধুরী কালক্রম | ||||
|
এই চলচ্চিত্রটির সঙ্গীতের দায়িত্বে ছিলেন সলিল চৌধুরী। গানের কথা লিখেছিলেন গুলজার ও যোগেশ। চলচ্চিত্রটিতে অমিতাভ বচ্চন "মওত্ তো এক কবিতা হ্যায়" শিরোনামে একটি কবিতা আবৃত্তি করেন যা লিখেছিলেন গুলজার।
বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত) | ফলাফল |
---|---|---|---|---|
১৯৭১ | ১৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | হৃষিকেশ মুখোপাধ্যায় ও এন. সি. সিপ্পি | বিজয়ী |
১৯৭২ | বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা (হিন্দি) | রাজেশ খান্না | বিজয়ী |
১৮তম ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | হৃষিকেশ মুখোপাধ্যায় ও এন. সি. সিপ্পি | বিজয়ী | |
শ্রেষ্ঠ পরিচালক | হৃষিকেশ মুখোপাধ্যায় | মনোনীত | ||
শ্রেষ্ঠ কাহিনি | বিজয়ী | |||
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা | বিজয়ী | |||
শ্রেষ্ঠ অভিনেতা | রাজেশ খান্না | বিজয়ী | ||
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | অমিতাভ বচ্চন | বিজয়ী | ||
শ্রেষ্ঠ সংলাপ | গুলজার | বিজয়ী |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.